ভারতের সেমিফাইনালে যাওয়ার লক্ষ্য ১৬১ রান
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/27/photo-1459092921.jpg)
সুপার টেনের দুই নম্বর গ্রুপ থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছিল নিউজিল্যান্ড। আজ অঘোষিত ‘কোয়ার্টার ফাইনালে’ মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও ভারত। টস হেরে ফিল্ডিংয়ে নেমে ভালো নৈপুণ্য দেখিয়েছেন ভারতীয় বোলাররা। অস্ট্রেলিয়াকে আটকে রেখেছেন ১৬০ রানে।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য দারুণভাবে করেছিল অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে উসমান খাজা ও অ্যারন ফিঞ্চ গড়েছিলেন ২৬ বলে ৫৪ রানের ঝড়ো জুটি। কিন্তু পঞ্চম ওভারে ২৬ রান করে খাজা আউট হয়ে যাওয়ার পর থেকে কমতে থাকে অস্ট্রেলিয়ার রান সংগ্রহের গতি। চতুর্থ ওভার থেকে পরবর্তী ১০ ওভারে অস্ট্রেলিয়া সংগ্রহ করতে পেরেছিল মাত্র ৫১ রান। হারিয়েছিল তিনটি উইকেট। ১৩তম ওভারে ফিঞ্চ সাজঘরে ফিরেছিলেন ৪৩ রান করে। ৬ ও ২ রান এসেছে ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক স্টিভেন স্মিথের ব্যাট থেকে। ২৮ বলে ৩১ রানের ইনিংস খেলে ভারতীয় বোলারদের কিছুক্ষণের জন্য ভুগিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু ১৭তম ওভারে তাঁকে আউট করে আবার অস্ট্রেলিয়াকে চাপের মুখে ফেলে দেন জাসপ্রিত বুমরা। শেষ তিন ওভারে অস্ট্রেলিয়া সংগ্রহ করতে পেরেছে ২৮ রান। ছয় নম্বরে ব্যাট করতে নেমে ১৬ বলে ১৮ রান করেছেন শেন ওয়াটসন। জেমস ফকনার ও ফিল নেভিলের ব্যাট থেকে এসেছে ১০ রানের ছোট দুটি ইনিংস।
ভারতের পক্ষে দারুণ বোলিং করেছেন আশিস নেহরা। চার ওভার বল করে মাত্র ২০ রানের বিনিময়ে নিয়েছেন একটি উইকেট। দুটি উইকেট পেয়েছেন হার্দিক পান্ডে।