সান্ত্বনার জয় পেতে প্রোটিয়াদের চাই ১২১ রান
শিরোপা জয়ের লড়াই থেকে আগেই ছিটকে গেছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। দুই দলের মুখোমুখি লড়াইটা তাই পরিণত হয়েছে মর্যাদার লড়াইয়ে। সেই লড়াইয়ে এখন পর্যন্ত এগিয়ে আছে প্রোটিয়ারা। টস জিতে ফিল্ডিংয়ে নেমে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার বোলাররা। শ্রীলঙ্কাকে আটকে দিয়েছেন মাত্র ১২১ রানে। তিন বল হাতে রেখেই অলআউট হয়ে গেছে শ্রীলঙ্কা।
ব্যাট হাতে শুরুটা অবশ্য ভালোভাবেই করেছিলেন লঙ্কান ব্যাটসম্যানরা। উদ্বোধনী জুটিতে ৪৫ রান জমা করেছিলেন দুই ওপেনার দিনেশ চান্দিমাল ও তিলকারত্নে দিলশান। কিন্তু পঞ্চম ওভারে শ্রীলঙ্কাকে জোড়া ধাক্কা দিয়েছেন অ্যারন ফাঙ্গিসো। টানা দুই বলে তুলে নিয়েছেন চান্দিমাল ও লাহিরু থিরিমান্নের উইকেট। ২১ রান করে ফিরে গেছেন চান্দিমাল। ধীরগতির ব্যাটিং করে ৪০ বলে ৩৬ রান করে ১৩তম ওভারে আউট হয়েছেন দিলশান। এটিই শেষপর্যন্ত থেকে গেছে লঙ্কানদের সর্বোচ্চ ইনিংস হিসেবে। ১৫ রান এসেছে মিলিন্দা সিরিবর্ধনের ব্যাট থেকে। শেষপর্যায়ে ২০ রানের ইনিংস খেলে শ্রীলঙ্কার সংগ্রহ কিছুটা সম্মানজনক অবস্থায় নিয়ে গেছেন দাসুন শানাকা। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে পায়ে আঘাত পাওয়ায় আজকের ম্যাচ খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। তাঁর অভাবটাও আজ ভালোভাবেই টের পেয়েছে শ্রীলঙ্কা।
দক্ষিণ আফ্রিকার প্রায় সব বোলারই করেছেন দারুণ বোলিং। দুটি করে উইকেট নিয়েছেন কাইল অ্যাবট, ফাঙ্গিসো ও ফারহান বেহারদিন। একটি করে উইকেট গেছে ইমরান তাহির ও ডেল স্টেইনের ঝুলিতে।