কাটারই আমার সেরা অস্ত্র : মুস্তাফিজ

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার মাত্র এক বছরের। তবে এই এক বছরেই মুস্তাফিজুর রহমানকে নিয়ে হৈচৈ, ক্রিকেট-ভক্তদের উচ্ছ্বাস, গণমাধ্যমের আলো। এবারের আইপিএলেও আকর্ষণের কেন্দ্রে বাংলাদেশের কাটার-মাস্টার। আজ হায়দরাবাদ সানরাইজার্সের হয়ে মুস্তাফিজের আইপিএল অভিষেকের উজ্জ্বল সম্ভাবনা। আর মাঠে নামলে কাটারই যে হবে তাঁর প্রধান অস্ত্র, তা দ্বিধাহীন কণ্ঠেই জানিয়েছেন এই প্রতিভাবান বাঁহাতি পেসার।
গত বছর ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ে বিশাল অবদান ছিল মুস্তাফিজের। ওই দুটো সিরিজে তাঁর বেশ কিছু উইকেট এসেছিল কাটার থেকে। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হওয়ার আগে কলকাতার আনন্দবাজার পত্রিকাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন মুস্তাফিজ। যেখানে কাটার-সংক্রান্ত এক প্রশ্নে তাঁর উচ্ছ্বাসভরা জবাব, ‘ওহ কাটার! সেটাই তো আমার সেরা অস্ত্র। অবশ্য এটা নিয়ে আরো কাজ করতে হবে। চেষ্টা করছি অস্ত্রটা আরো শানিয়ে তোলার।’
এই প্রথম বিদেশের কোনো টুর্নামেন্টে, ভিনদেশি সতীর্থদের সঙ্গে খেলছেন মুস্তাফিজ। আইপিএলের মতো বিশাল প্রতিযোগিতায় প্রথমবারের মতো খেললেও তিনি কিন্তু বেশ নিরুদ্বেগ, ‘হ্যাঁ, এটাই আমার প্রথম আইপিএল। তবে এটাই আমার প্রথম ভারত সফর নয়। কয়েক দিন আগেই এখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলাম। তখন বেঙ্গালুরুতেও এসেছিলাম। শহরটার বেশ কয়েকটা জায়গা চিনতে পেরেছি। দলের সঙ্গে মানিয়ে নিতেও সমস্যা হচ্ছে না। সব মিলিয়ে বেশ ভালোই বোধ করছি।’
সমস্যা শুধু একটাই, ভাষাগত। ইংরেজি আর হিন্দি দুই ভাষাতেই মুস্তাফিজ বেশ দুর্বল। অবশ্য দুর্বলতা কাটানোর আপ্রাণ চেষ্টা করছেন বলেই জানালেন তিনি, ‘আপাতত সামান্য জানা ইংরেজি আর হিন্দি দিয়ে কাজ চালাতে হচ্ছে। চেষ্টা করছি দুটো ভাষাই দ্রুত শিখে ফেলার।’