মুস্তাফিজের আইপিএল অভিষেক

গত বছর জুনে ওয়ানডে অভিষেকেই রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ভারতের বিপক্ষে সে ম্যাচে এই বাঁ-হাতি পেসার নিয়েছিলেন পাঁচ উইকেট। তা ছাড়া জীবনের প্রথম দুই ম্যাচে পাঁচ বা তার চেয়ে বেশি উইকেট নিয়ে ইতিহাস গড়েছিলেন তিনি। পরে বিশ্ব রেকর্ডও গড়েন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৩ উইকেট নিয়ে।
আন্তর্জাতিক ক্রিকেটে গত এক বছরে তাই দারুণ এক বিস্ময়ের নাম হয়ে ওঠেন মুস্তাফিজ। সাতক্ষীরার কাটার মাস্টারের নিয়ন্ত্রিত বোলিংয়ে বিশ্বের বাঘা-বাঘা ব্যাটসম্যানদেরও খেলতেও বেশ বেগ পেতে হয়েছে।
তাই ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগের (আইপিএলে) দল সানরাইজার্স হায়দরাবাদ বড় অঙ্কের পারিশ্রমিক দিয়ে দলভুক্ত করেছে তাঁকে। এক কোটি ৪০ লাখ রুপিতে বাংলাদেশের এই তরুণ বাঁ-হাতি পেসারকে দলে নেয় তারা।
এবার আইপিএল অভিষেক হলো মুস্তাফিজের। আজ মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তাঁকে একাদশে রাখতে মোটেও ভুল করেনি তাঁর দল হায়দরাবাদ।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে দারুণ চমক দেখানো এই ক্রিকেটার এবার আইপিএল অভিষেকে কেমন করেন সেটাই এখন দেখার। কোহলিদের বিপক্ষে নিশ্চয়ই ভালো কিছু করবেন তিনি, সেই প্রত্যাশাই থাকবে মুস্তাফিজভক্তদের।