আইপিএল অভিষেকে উজ্জ্বল মুস্তাফিজ

প্রথম ওভারে বিরাট কোহলিকে বেশ ভুগিয়েছেন তিনি। বিশেষ করে সেই ওভারের শেষ তিন বলে স্লোয়ার এবং কাটারে ভারতীয় তারকা ব্যাটসম্যানকে রীতিমতো নাজেহাল করেছিলেন। বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান আইপিএলে নিজের অভিষেক ম্যাচের অভিষেক ওভারে খরচ করেছেন মাত্র চার রান।
দ্বিতীয় ওভারে মুস্তাফিজ খরচ করেছেন ছয় রান। যাতে অবশ্য একটি চারের মার ছিল। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে নেমে বাংলাদেশের বোলিং সেনসেশন নিজেকে চেনান ব্যক্তিগত তৃতীয় ওভারে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের সে ওভারে মাত্র তিন রান দিয়ে দুটি উইকেট তুলে নেন।
ওই ওভারের দ্বিতীয় বলে এবি ডি ভিলিয়ার্সকে ফিরিয়ে আইপিএলে প্রথম উইকেটটি তুলে নেন এই বাঁ-হাতি পেসার। পরের বলেই ফিরিয়েছেন শেন ওয়াটসনকে। পরপর দুই হার্ড হিটার ব্যাটসম্যানকে ফিরিয়ে শুধু প্রতিপক্ষের রানের চাকাই থামাননি, নিজের ঝুলিও সমৃদ্ধ করেছেন।
অবশ্য তাঁর দুর্ভাগ্য পঞ্চম বলে শরফরাজ খানের একটি ক্যাচ হাতছাড়া হয়ে যাওয়ায় এক ওভারে তিন উইকেট নেওয়া সম্ভব হয়নি।
ব্যক্তিগত চতুর্থ ও ইনিংসের শেষ ওভারে মুস্তাফিজ খুব একটা সাফল্য পাননি। খরচ করেছেন ১৩ রান। তাঁর সেই ওভারের তৃতীয় বলে ছক্কা এবং শেষ বলে একটি চারের মার ছিল।
তবে সব মিলিয়ে মুস্তাফিজ চার ওভারে মাত্র ২৬ রান দিয়ে দুই উইকেট তুলে নেন। এদিন দলের বোলিং ব্যর্থতায় তিনি ছিলেন সবচেয়ে সফল বোলার।
প্রতিপক্ষ বেঙ্গালুরু ২২৭ রান করতে গিয়ে তাঁর দলের প্রত্যেক বোলারকে রীতিমতো তুলোধুনা করেছেন। মুস্তাফিজ সেখানে ব্যতিক্রম।