আইপিএলে হার দিয়ে শুরু মুস্তাফিজের

আইপিএলে অভিষেক ম্যাচে বল হাতে দারুণ পারফরম্যান্স মুস্তাফিজুর রহমানের। তবে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারেননি বাংলাদেশের কাটার-মাস্টার। মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রান-পাহাড়ের নিচে চাপা পড়ে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদ হেরে গেছে ৪৫ রানে।
ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে চার উইকেটে ২২৭ রানের বিশাল সংগ্রহ জয়ের পথে এগিয়ে দিয়েছে ব্যাঙ্গালোরকে। হায়দরাবাদের অন্য বোলারদের ওপর চড়াও হলেও মুস্তাফিজের বিপক্ষে তেমন সুবিধা করতে পারেননি ব্যাঙ্গালোরের তারকা ব্যাটসম্যানরা। চার ওভারে ২৬ রানের বিনিময়ে মুস্তাফিজের শিকার এবি ডি ভিলিয়ার্স ও শেন ওয়াটসন। দুজনকেই ইনিংসের ১৮তম ও নিজের তৃতীয় ওভারে পরপর দুই বলে ফিরিয়ে দিয়েছেন এই প্রতিভাবান বাঁহাতি পেসার।
স্বাগতিকদের পক্ষে সবচেয়ে বিধ্বংসী ব্যাটিং ছিল ডি ভিলিয়ার্সেরই। মাত্র ৪২ বলে ৮২ রান করেছেন দক্ষিণ আফ্রিকার এই আক্রমণাত্মক ব্যাটসম্যান। দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ রানের পেছনে অধিনায়ক বিরাট কোহলির খরচ মাত্র ৫১ বল। পাশাপাশি ওয়াটসন (৮ বলে ১৯) ও শেষ দিকে ঝড় তোলা সরফরাজ খান (১০ বলে অপরাজিত ৩৫) রানের পাহাড়ে নিয়ে গেছেন ব্যাঙ্গালোরকে।
জবাব দিতে নামা হায়দরাবাদকে স্বপ্ন দেখাচ্ছিল অধিনায়ক ডেভিড ওয়ার্নারের আগ্রাসী ব্যাটিং। তবে ওয়ার্নার ২৫ বলে ৫৮ রান করে ফিরে আসার পর আর কেউ জ্বলে উঠতে পারেননি। ৬ উইকেটে ১৮২ রানে থেমে গিয়ে বেশ বড় ব্যবধানেই হার মেনে নিতে হয়েছে অতিথিদের।
হারদরাবাদের পরের ম্যাচ ১৬ এপ্রিল। ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে স্বাগত জানাবে তারা। মানে সাকিব বনাম মুস্তাফিজের লড়াইয়ের সম্ভাবনা!