অলিম্পিক সোনা হারাতে পারেন বোল্ট

২০০৮ সাল থেকে অলিম্পিকের দুটি আসরে অংশ নিয়ে ছয়টি সোনা জিতেছিলেন উসাইন বোল্ট। তবে এর মধ্যে একটি পদক হাতছাড়া হয়ে যেতে পারে জ্যামাইকান এই অ্যাথলেটের। সেটি অবশ্য নিজের দোষে নয়। জ্যামাইকান সতীর্থ নেস্তা কার্টার ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হলে ১০০ মিটার রিলে দৌড়ের স্বর্ণপদকটি হারাতে পারেন বোল্ট।
২০০৮ সালের অলিম্পিকের ৪৫৪টি নমুনা সম্প্রতি আবার নতুন করে পরীক্ষা-নিরীক্ষা করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। আর সেখানে বোল্টের সতীর্থ কার্টারের নমুনায় পাওয়া গেছে অবৈধ একটি মাদক। আরো একটি পরীক্ষায় যদি কার্টারের শরীরে এই অবৈধ মাদকের উপস্থিতি পাওয়া যায়, তাহলে ২০০৮ সালের ১০০ মিটার রিলে দৌড়ের পদকটি হারাতে হবে বোল্টের জ্যামাইকাকে।
২০০৮ সালে ১০০ মিটার রিলে দৌড়ের প্রথম লেগটি দৌড়েছিলেন কার্টার। বোল্ট ও কার্টার ছাড়াও জ্যামাইকার সেই দলে ছিলেন মাইকেল ফ্রেটার ও আসাফা পাওয়েল। ৩৭.১০ সেকেন্ডে দৌড় শেষ করে তাঁরা গড়েছিলেন সে সময়ের বিশ্বরেকর্ড। ২০১২ সালে অবশ্য নিজেদের এই রেকর্ড আবার নতুন করে গড়েছিল বোল্টের জ্যামাইকা। কার্টার, বোল্ট, ফ্রেটার ও ইয়োহান ব্লেককে নিয়ে গড়া জ্যামাইকা দল দৌড় শেষ করেছিল ৩৬.৮৪ সেকেন্ডে। অলিম্পিক ছাড়াও ২০১১, ২০১৩ ও ২০১৫ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে জ্যামাইকার রিলে দলের সদস্য ছিলেন কার্টার।
২০০৮ সালের অলিম্পিকের সময় ডোপ টেস্টে পজিটিভ হওয়ার ঘটনায় অবশ্য এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কার্টারের কাছ থেকে। ইনজুরির কারণে এ বছর কোনো প্রতিযোগিতায়ও অংশ নিতে পারেননি জ্যামাইকান এই অ্যাথলেট। তবে ৩০ জুন জ্যামাইকার অলিম্পিক ট্রায়ালে অংশ নেওয়ার কথা কার্টারের।