শুক্রবার চট্টগ্রামে মাশরাফিদের সংবর্ধনা

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আ জ ম নাছির উদ্দিন। ছবি : এনটিভি
বিশ্বকাপ ক্রিকেটে সাফল্য পাওয়া বাংলাদেশ দলকে আগামী শুক্রবার সংবর্ধনা দিচ্ছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)। মাশরাফির দলকে সংবর্ধনা দেওয়া হবে এম এ আজিজ স্টেডিয়ামে।
বুধবার এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘শুক্রবার বেলা ৩টায় এম এ আজিজ স্টেডিয়ামে ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়া হবে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাশরাফিরা সকাল ১০টায় এসে পৌঁছাবেন। বিমানবন্দরে তাঁদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিকেল ৫টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।’
অনুষ্ঠানে বিসিবি সভাপতি নাজমুল হাসান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ, পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল এবং জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।