সোমবার আসছে পাকিস্তান দল

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রশিক্ষণের ফাঁকে হালকা মেজাজে পাকিস্তানের ক্রিকেটাররা। ৮ এপ্রিলের দৃশ্য। ছবি : এএফপি
প্রায় এক মাসের সফরে সোমবার বাংলাদেশে আসছে পাকিস্তান দল। এবারের সফরে পাকিস্তান দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, ‘পাকিস্তান দলকে বহন করা বিমান বেলা ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।’
১৫ এপ্রিল ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে অনুশীলন ম্যাচের পর ১৭, ১৯ ও ২২ এপ্রিল ওয়ানডে তিনটি খেলবে পাকিস্তান। তিনটি ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। ২৪ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টির ভেন্যুও মিরপুর।
খুলনা স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ২৮ এপ্রিল থেকে। ৬ মে থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুর স্টেডিয়ামে।