চট্টগ্রামে বিপিএলের জমকালো উদ্বোধন

চট্টগ্রামে জমকালো ও বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে জেপি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ (বিপিএল)।
আজ বুধবার রাতে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে বাফুফের সভাপতি মো. সালাউদ্দিন, চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, সাইফ গ্লোবাল স্পোটর্সের চেয়ারম্যান রুহুল আমিন তরফদারসহ বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।
এর আগে বিপিএলে অংশগ্রহণকারী ১২টি দলের অধিনায়ক ও খেলোয়াররা মঞ্চে উঠে অভিবাদন জানান। কৌতুক অভিনেতা আবু হেনা রনি মঞ্চে উঠে আনন্দের নতুনমাত্রা যোগ করেন।
পরে ক্লোজআপ তারকা লিজা ও শিল্পী মমতাজ তাঁদের প্রিয় গান দিয়ে দর্শকদের মাতিয়ে তুলেন।
আজ বিপিএলের পর্দা উঠলেও আগামী ২৪ জুলাই চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হবে খেলা।
উদ্বোধনের পর লেজার শো ও আতশবাজির মাধ্যমে দীর্ঘদিন খড়ায় থাকা ফুটবলকে জাগিয়ে তোলার প্রত্যয় ঘোষণা করেন আয়োজকরা।