চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ হ্যাটট্রিক এখন মেসির

চ্যাম্পিয়নস লিগে গতকাল মঙ্গলবার স্কটিশ ক্লাব সেল্টিকের বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন লিওনেল মেসি। বার্সেলোনার এই আর্জেন্টাইন তারকা এখন চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ ছয়টি হ্যাটট্রিকের মালিক।
গতকালের আগে চ্যাম্পিয়নস লিগে পাঁচটি করে হ্যাটট্রিক ছিল রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির। তবে গতকাল মঙ্গলবার সেল্টিকের বিপক্ষে মেসি এবারের আসরের প্রথম হ্যাটট্রিক করেন।
খেলায় সেল্টিককে ৭-০ গোলে হারায় বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপিয়ান কাপে এটিই সবচেয়ে বড় গোল ব্যবধানে বার্সেলোনার কাছে সেল্টিকের পরাজয়।
‘সি’ গ্রুপে ন্যু ক্যাম্পে নিজেদের মাঠে ম্যাচের তিন মিনিটে মেসি গোল পেয়ে যান মেসি। ২৭ মিনিটে দ্বিতীয় গোল আদায় করেন বার্সার এই গোলমেশিন। প্রথমার্ধে বার্সা ২-০ গোলে এগিয়ে ছিল। পরের ৪৫ মিনিটে আসে আরো পাঁচ গোল। এর মধ্যে ৫০ মিনিটে নেইমার ফ্রি-কিক থেকে গোল পান। ৫৯ মিনিটে ইনিয়েস্তা করেন দলের চতুর্থ গোল। বার্সার পঞ্চম গোল করে এ আসরের প্রথম হ্যাটট্রিক ক্যারিয়ারে যুক্ত করেন মেসি। বড় জয়ের পথে সুয়ারেজের শেষ দুই গোলে সেল্টিককে বিধ্বস্ত করেই মাঠ ছাড়ে বার্সেলোনা।