আফগানদের দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি

আগামী ১১ জুন কিরগিজস্তান ও ১৬ জুন তাজিকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে নিজেদের মাটিতে একটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন মামুনুল-এমিলিরা। ৪ জুনের এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সাফ চ্যাম্পিয়ন আফগানিস্তান। ম্যাচটি খেলতে আফগানরা ঢাকায় আসবে ২ জুন।
রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, ‘আমাদের আমন্ত্রণে একটি প্রীতি ম্যাচ খেলতে জুনের শুরুতে ঢাকায় আসছে আফগানিস্তান।’
বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরুর দিন-তারিখ এখনো ঠিক হয়নি। রোববার এ ব্যাপারে আলোচনা করতে জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফের সঙ্গে বৈঠক করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এই বৈঠকে প্রিমিয়ার লিগের খেলা দেখার পাশাপাশি প্রতিটি ক্লাবে গিয়ে জাতীয় দলের খেলোয়াড়দের খোঁজ-খবর রাখার নির্দেশনা দেওয়া হয়েছে কোচকে।
বাছাইপর্বে কিরগিজস্তান ও তাজিকিস্তান ছাড়া বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও জর্ডান। ৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে এবং ৮ সেপ্টেম্বর নিজেদের মাটিতে জর্ডানের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৩ অক্টোবর কিরগিজস্তান ও ১২ নভেম্বর তাজিকিস্তানের মাঠে খেলার পর ১৭ নভেম্বর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানাবে ক্রুইফের শিষ্যরা। বাছাইপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ আগামী বছরের ২৪ মার্চ জর্ডানের মাটিতে।