শোয়াইনস্টাইগার-ইভানোভিচের ৯ বছরের সংসার ভাঙল

জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার বাস্তিয়ান শোয়াইনস্টাইগার ও সার্বিয়ান গ্র্যান্ডস্ল্যামজয়ী টেনিস তারকা আনা ইভানোভিচ বিয়ে করেন ২০১৬ সালে। এই দম্পত্তির তিন সন্তান রয়েছে। তবে ৯ বছর পর তাদের বিচ্ছেদ হলো অমীমাংসিত মতপার্থক্যের কারণে। এমনকি শোয়াইনস্টাইগারের পরকীয়ায় জড়ানোর খবরও বেড়িয়েছে।
শোয়াইনস্টাইগার-ইভানোভিচের দাম্পত্য কলহের খবর সামনে আসে এ বছরের এপ্রিলে মেইল স্পোর্টসের এক প্রতিবেদনের মাধ্যমে। সেখানে তাদের বিপরীতমুখী জীবনযাপনই সেটির প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়।
পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পর বর্তমানে টেলিভিশনে ফুটবল বিশ্লেষকের কাজ করেন শোয়াইনস্টাইগার। যে কারণে তাকে প্রায়ই বিভিন্ন দেশে যেতে হয়, অন্যদিকে ইভানোভিচ পারিবারিক জীবন নিয়েই বেশি ব্যস্ত থাকেন। ধারণা করা হচ্ছে, ভিন্ন জীবনধারার কারণেই এই দুজনের সম্পর্কের মাঝে টানাপোড়েন দেখা দেয় এবং শেষ পর্যন্ত বিচ্ছেদে রূপ নেয়।
তবে শোয়াইনস্টাইগার ও ইভানোভিচ, দুজনই এই বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি। ইভানোভিচের আইনজীবী ক্রিশ্চিয়ান শার্টৎস তাদের বিবাহ বিচ্ছেদের খবরটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার পর অনুরোধ করেছেন, ভক্তরা যেন তাদের ব্যাপারটা বোঝে এবং এই সময়টাতে তাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করেন।
গত জুনে জার্মান সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয় শোয়াইনস্টাইগারকে তার কথিত নতুন প্রেমিকা ‘সিলভা’র সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে।
২০০৮ সালে ফ্রেঞ্চ ওপেন জয়ী সার্বিয়ান টেনিস তারকা আনা ইভানোভিচ ২০১৬ সালে টেনিস থেকে অবসর নেন। অন্যদিকে ক্লাব পর্যায়ে বায়ার্ন মিউনিখ এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের জার্সি গায়ে মাঠে নেমেছেন শোয়াইনস্টাইগার। ২০১৪ সালে জার্মানির হয়ে বিশ্বকাপ জয় করেন এই সাবেক মিডফিল্ডার। সে বছরই তারা সম্পর্কে জড়ান। এরপর এই ক্রীড়া দম্পতি ২০১৬ সালে ইতালির ভেনিসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।