রবিনিয়ো থাকলেও অস্কার নেই

ক্লাব ফুটবলে ভালো খেললেও লুইস ফেলিপে স্কলারি কোচ থাকার সময় ব্রাজিল দলে সুযোগ পাননি রবিনিয়ো। তবে বিশ্বকাপের পর কোচ বদল ভাগ্য বদলে দিয়েছে এই ফরোয়ার্ডের। আগামী ১১ জুন থেকে চিলিতে শুরু হতে যাওয়া কোপা আমেরিকার জন্য ঘোষিত ব্রাজিল দলে জায়গা পেয়েছেন রবিনিয়ো। তবে চোটগ্রস্ত মিডফিল্ডার অস্কারকে ২৩ সদস্যের দলে রাখেননি ব্রাজিলের কোচ দুঙ্গা।
এ মৌসুমে চেলসির ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ে বড় ভূমিকা রাখা অস্কারকে দলের বাইরে রাখা প্রসঙ্গে দুঙ্গার ব্যাখ্যা, ‘অস্কারের সম্পূর্ণ সেরে উঠতে সময় লাগবে। কোপা আমেরিকা চলার সময় তার সেরা ছন্দে না থাকার সম্ভাবনাই বেশি। কোপা আমেরিকার পর আমাদের বিশ্বকাপ বাছাইপর্বের বেশ কিছু ম্যাচ আছে। আমাদের মনে হয়েছে সেই ম্যাচগুলো খেলার জন্য তাকে এখন বিশ্রাম দেওয়াই ভালো সিদ্ধান্ত হবে।’
২০১৪ বিশ্বকাপের পর দ্বিতীয় দফা ব্রাজিলের কোচের দায়িত্ব নিয়ে রবিনিয়োকে দলে ফিরিয়েছিলেন দুঙ্গা। গত বছরের সেপ্টেম্বরে কলম্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের জন্য ডাক পেয়েছিলেন রবিনিয়ো। সেই ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে খেলেছিলেন মাত্র ২৩ মিনিট। দুঙ্গার ব্রাজিল দলে ঐ একটি ম্যাচেই খেলার সুযোগ পেয়েছিলেন গত আগস্টে এসি মিলান থেকে ধারে সান্তোসে যোগ দেওয়া রবিনিয়ো।
বিশ্বের সবচেয়ে পুরনো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকায় ‘সি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া, পেরু ও ভেনেজুয়েলা।
ব্রাজিল দল :
গোলরক্ষক : জেফারসন, দিয়েগো আলভেস, মার্সেলো গ্রোহি।
ডিফেন্ডার : দাভিদ লুইজ, মার্কিনহস, থিয়াগো সিলভা, মিরান্দা, ফাবিনিয়ো, মার্সেলো, ফিলিপে লুইস, দানিলো।
মিডফিল্ডার : লুইজ গুস্তাভো, ফার্নান্দিনিয়ো, এলিয়াস, সৌজা, এভারটন রিবেইরো, দগলাস কস্তা, উইলিয়ান, ফিলিপ্পে কতিনিয়ো।
স্ট্রাইকার : নেইমার, দিয়েগো তারদেল্লি, রবিনিয়ো, ফিরমিনো।