আশা-নিরাশার দোলাচলে গার্দিওলা

সপ্তাহ তিনেক আগের কথা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ৩-১ গোলে হেরে যাওয়া বায়ার্ন মিউনিখের সামনে কঠিন পরীক্ষা। চ্যাম্পিয়নস লিগে টিকে থাকতে হলে ফিরতি লেগ অন্তত তিন গোলের ব্যবধানে জিততেই হতো বায়ার্নকে। পোর্তোকে ৬-১ গোলে উড়িয়ে সেই পরীক্ষায় সসম্মানে পাস করেছিল পেপ গার্দিওলার শিষ্যরা। এবার সেই ঘরের মাঠেই বায়ার্নের সামনে আরো কঠিন চ্যালেঞ্জ। ফাইনালে উঠতে হলে সেমিফাইনালের ফিরতি লেগে বার্সেলোনাকে হারাতে হবে অন্তত চার গোলে।
মঙ্গলবার রাতে আলিয়াঞ্জ আরেনায় কাতালানদের স্বাগত জানাবে বায়ার্ন। বায়ার্নের কোচ গার্দিওলা অবশ্য আশা হারাচ্ছেন না। তাঁর বিশ্বাস, বার্সাকে চমকে দেওয়ার সামর্থ্য জার্মানির সফলতম ক্লাবটির আছে। সোমবার ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বায়ার্নের কোচের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, ‘ফিরতি লেগে আপনার দল কি আক্রমণাত্মক ফুটবল খেলবে?’ বার্সাকে চার বছরে ১৪টি শিরোপা এনে দেওয়ার পর বায়ার্নের দায়িত্ব নেওয়া গার্দিওলার জবাব, ‘আক্রমণ, কিসের আক্রমণ? না! আমাদের নিজেদের পোস্ট ভালোভাবে অক্ষত রেখে খেলাটা নিয়ন্ত্রণ করতে হবে। দলের খেলোয়াড়দের মানসিকতায় কোনো সমস্যা নেই। এই দলের ছয়-সাতজন বিশ্বকাপ জিতেছে। তারা ভালোমতোই জানে কী করতে হবে।’
তবে ‘কাজ’টা যে ভীষণ ভীষণ কঠিন, তা নির্দ্বিধায় স্বীকার করে নিয়েছেন তিনি, ‘বার্সেলোনার বিপক্ষে শুধু বলের দখল রেখে নিজেদের জাল অক্ষত রাখাই যথেষ্ট নয়। সুযোগও তৈরি করতে হবে। আমরা কোনো ভুল করলে ওরা তার শাস্তি দেবেই। সুযোগের সদ্ব্যবহার করতেই হবে আমাদের। জানি, কাজটা সহজ নয়। তবে আমাদের দলে যে মানের ফুটবলার আছে, তাতে দেখা যাক কী হয়।’
পোর্তোকে বিধ্বস্ত করে সেমিফাইনালের টিকেট হাতে পেলেও ওই জয়ের পর থেকে বায়ার্ন একেবারে হারের বৃত্তে বন্দী। টানা চার ম্যাচ হেরে বার্সার মুখোমুখি হতে যাচ্ছে তারা। গার্দিওলার অবশ্য শিষ্যদের ওপরে যথেষ্ট আস্থা, ‘দলের খেলোয়াড়রা বারবার দেখিয়েছে সাফল্যের জন্য তারা কতটা ব্যগ্র। পোর্তোর বিপক্ষে ৩-১ গোলের হার পেছনে ফেলে আমরা ঘুরে দাঁড়িয়েছি। এখন অবশ্য সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি। আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। তবে চেষ্টা তো করতে হবে।’
প্রথম লেগে লিওনেল মেসির দুটো দুর্দান্ত গোলে (নেইমারের করা তৃতীয় গোলটিও আর্জেন্টাইন তারকার বানিয়ে দেওয়া) বড় জয় পাওয়া বার্সেলোনার এখন নির্ভার থাকার কথা। কিন্তু কাতালান শিবিরে ঠিক তার উল্টো অবস্থা। বায়ার্নের মাঠে নামার আগে ভীষণ সতর্ক বার্সার কোচ লুইস এনরিকে, ‘সবাই জানে বায়ার্ন মিউনিখ কত বড় দল। সামনে এগোতে হলে নিজেদের সেরাটাই দিতে হবে আমাদের। ম্যাচটা তো সহজ হবেই না, বরং আমাদের ভুগতে হবে। ওরা (বায়ার্ন) নিজেদের মাঠে খেলবে। তাই তাদের পেছনে থাকবে বিশাল সমর্থন। তবে আমরা ভালো ছন্দে আছি। আশা করি, প্রাপ্ত সুযোগগুলো কাজে লাগাতে পারব।’