দোহায় গ্যাটলিন চমক

ডোপিং সংক্রান্ত নিষেধাজ্ঞা কাটিয়ে দারুণভাবে ট্র্যাকে ফিরেছেন জাস্টিন গ্যাটলিন। ছবি : এএফপি
ডোপিং সংক্রান্ত নিষেধাজ্ঞা কাটিয়ে দারুণভাবে ট্র্যাকে ফিরেছেন জাস্টিন গ্যাটলিন। দোহায় ডায়মন্ড লিগে ১০০ মিটার দৌড় জিতেছেন এ বছরের সেরা টাইমিংয়ের রেকর্ড গড়ে। আর সব মিলিয়ে এটি আছে দ্রুততম সময়ের ষষ্ঠ অবস্থানে। ১০০ মিটার দৌড় শেষ করতে আমেরিকান এই অ্যাথলেটের লেগেছে ৯.৭৪ সেকেন্ড।urgentPhoto
গ্যাটলিনের কাছে অন্য প্রতিপক্ষরা পাত্তাই পায়নি। দ্বিতীয় হওয়া মাইকেল রজার্স দৌড় শেষ করেছেন ৯.৯৬ সেকেন্ডে। তৃতীয় হয়েছেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর কেস্টন ব্লেডম্যান।
সর্বকালের সেরা টাইমিংয়ে গ্যাটলিনয়ের চেয়ে এগিয়ে আছেন শুধু টাইসন গে, আসাফা পাওয়েল, ইয়োহান ব্লেক ও উসাইন বোল্ট। ২০০৯ সালের আগস্টে ৯.৫৮ সেকেন্ডে দৌড় শেষ করে বিশ্বরেকর্ড গড়েছিলেন বোল্ট।