সাত বছরেই স্বর্ণ জয়ী ভারতের ‘কারাতে কিড’

অনেকেই হয়তো জাডেন স্মিথ ও জ্যাকি চ্যান অভিনীত ‘দ্য কারাতে কিড’ সিনেমাটি দেখেছেন। এতে ১২ বছর বয়সী বালক ড্রে পার্কারের দুঃসাহসিক যাত্রা ও লড়াইয়ের এক অপূর্ব মিশেল উপস্থাপন করা হয়েছে। সম্প্রতি এই গল্পকে বাস্তবে রূপ দিল হাসিম মনসুর, কাশ্মীরের এক সাত বছর বয়সী বালক। সে এশিয়ান জুনিয়র কারাতে চ্যাম্পিয়নশিপে খেলে সোনা জয় করেছে। কাশ্মীরের জরুরি অবস্থার অনেক বাধা-বিপত্তি এড়িয়ে তাকে এই লড়াই জিততে হয়েছে।
ভারতশাসিত কাশ্মীরের জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে একজন নিহত হওয়ার পর সেখানে জারি করা হয়েছিল জরুরি অবস্থা। এ কারণে প্রায় চার মাস স্কুল বন্ধ ছিল মনসুরের। এই সময়টাকে কাজে লাগাতে সে প্রতিদিন একটি কারাতে একাডেমিতে যেতে শুরু করে। অংশ নেয় এশিয়ান জুনিয়র কারাতে চ্যাম্পিয়নশিপে। সেখানেও সবাইকে অবাক করে দিয়ে স্বর্ণজয়ের উল্লাসে মেতে উঠেছে কাশ্মীরের সাত বছর বয়সী এই বালক। এখন তার আশা আগামী সেপ্টেম্বরে ইউরোপে অনুষ্ঠিতব্য বিশ্ব কারাতে চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করা।
দারুণ এই সাফল্যের পর মনসুর বলেছে, ‘আমার স্কুল কয়েক মাস বন্ধ থাকার ফলে কারাতে খেলাটি চর্চা করার জন্য আমি পর্যাপ্ত সময় পেয়েছি। সম্ভবত আমার প্রতি ভাগ্যদেবী সুপ্রসন্ন বলেই আমি আমার কোচের অধীনে চর্চা করার জন্য অনেক সময় পেয়েছি।’
হাসিমের অনুশীলনের দায়িত্বে ছিলেন ফয়সাল আলী। তিনি ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের বানদিপোরা জেলায় একটি কারাতে একাডেমি পরিচালনা করেন। এই অঞ্চলটি কাশ্মীরের সংঘাতময় অঞ্চলগুলোর মধ্যে অন্যতম।
আলী শিক্ষার্থীদের প্রতি নিবেদিত প্রাণ, আর তাই তাঁর একাডেমি একই সময়ে পেয়েছে দুজন প্রতিভাবান বিজয়ীকে। অন্যজন হলো আট বছরের বালিকা তাজামুল ইসলাম। সে ইতালিতে অনুষ্ঠিত বিশ্ব কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে। তার স্বপ্ন সে অলিম্পিকে খেলে দেশের অর্জনকে আরো সমৃদ্ধ করবে।