ন্যু ক্যাম্পে বার্সার আতঙ্ক রোনালদো!

ক্রিস্টিয়ানো রোনালদোর সমালোচকদের মুখে একটা কথা প্রায়ই শোনা যায়। পর্তুগিজ এই তারকা নাকি বড় দলগুলোর বিপক্ষে থাকেন নিষ্প্রভ হয়ে। তবে ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় লড়াই, ‘এল ক্লাসিকো’র পরিসংখ্যান বিচার করলে কিন্তু দেখা যায় পুরোপুরি ভিন্ন চিত্র। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে বরাবরই বিধ্বংসী রূপে আবির্ভূত হন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার। সেটাও আবার বার্সেলোনার মাঠ, ন্যু ক্যাম্পে।
লা লিগার গত মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে দুর্দান্ত এক গোল করে রিয়াল মাদ্রিদকে জয় এনে দিয়েছিলেন রোনালদো। স্তব্ধ করে দিয়েছিলেন ন্যু ক্যাম্পের বার্সেলোনা সমর্থকদের। সে সময় তাঁর সেই ‘শান্ত হও, শান্ত হও’ উদযাপন এখনো ভুলতে পারেননি ফুটবলপ্রেমীরা। এভাবে বেশ কয়েকবারই ন্যু ক্যাম্পে দাপট দেখিযেছেন তিনবারের বর্ষসেরা ফুটবলার।
২০০৯ সালে রিয়াল মাদ্রিদে নাম লেখানোর পর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মাঠে গিয়ে রোনালদো খেলেছেন মোট ১২টি ম্যাচ। ন্যু ক্যাম্পের সেই ম্যাচগুলোতে করেছেন ১০টি গোল। কাঙ্ক্ষিত লক্ষ্যে বল পাঠাতে পারেননি মাত্র চারটি ম্যাচে। বার্সেলোনার তারকা লিওনেল মেসির সঙ্গে তুলনা করলে রোনালদোর বিধ্বংসী চেহারাটা বোঝা যাবে আরো ভালোভাবে। ন্যু ক্যাম্পের এই ১২টি ম্যাচের মধ্যে মেসি করতে পেরেছেন মাত্র পাঁচটি গোল।
ন্যু ক্যাম্পে বার্সেলোনার বিপক্ষে রোনালদো জোড়া গোলও করেছেন দুবার। ২০১২-১৩ মৌসুমের লা লিগায় রোনালদোর জোড়া গোলের সুবাদেই বার্সার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল রিয়াল মাদ্রিদ। আর সেই মৌসুমের কোপা দেল রের সেমিফাইনালে রিয়াল জিতেছিল ৩-১ গোলের ব্যবধানে।
এবারের মৌসুমের প্রথম এল ক্লাসিকোর আগে রোনালদোর এই পরিসংখ্যানগুলো বেশ আশাবাদী করে তুলছে রিয়াল সমর্থকদের। সবারই আশা শনিবারের এল ক্লাসিকোতেও এমন বিধ্বংসী রূপেই দেখা যাবে রোনালদোকে। পর্তুগিজ এই তারকা সাম্প্রতিক সময়ে আছেনও দারুণ ফর্মে। লা লিগার শুরুটা ভালো না হলেও গত চারটি ম্যাচে রোনালদো করেছেন আট গোল। উঠে এসেছেন সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে।