জুনিয়র অ্যাথলেটিকসে বিকেএসপির শ্রেষ্ঠত্ব

জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগিতার দ্বিতীয় দিনেও ছিল বিকেএসপির আধিপত্য। তবে এই দিনে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল চারটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। ১৮ থেকে ১৯ বছর বয়স বিভাগের ৪০০ মিটার স্প্রিন্টে বিকেএসপির শেখ আশরাফুজ্জামান, জ্যাভলিন থ্রোতে নারায়ণগঞ্জের আব্দুল আলীম, ১০০ মিটার স্প্রিন্টে বিকেএসপির সাইফুল ইসলাম খান ও ২০০ মিটার স্প্রিন্টে বিকেএসপির আশরাফুজ্জামান খান নতুন জাতীয় রেকর্ড গড়েন।
শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সাইফুল ১০.৫৩ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার অতিক্রম করে নতুন রেকর্ড গড়েন। এই ইভেন্টের পুরনো রেকর্ড ছিল ১০.৮৫ সেকেন্ড। আর তামান্না আক্তার ১৩.৩৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন একই ইভেন্টে।
প্রতিযোগিতায় প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ছিল বিকেএসপির অ্যাথলেটদের আধিপত্য। তাই পুরো প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব দেখিয়েছে বিকেএসপি। তারা ২২টি স্বর্ণ, আটটি রুপা ও দুটি ব্রোঞ্জ পদকসহ মোট ৩২টি পদক জিতে। দ্বিতীয় হওয়া খুলনা জেলা দুটি স্বর্ণ, নয়টি রুপা ও আটটি ব্রোঞ্জসহ মোট ১৯টি পদক জিতে।