ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে বাংলাদেশ!

দেশের ফুটবলের চরম দুর্দশা চলছে এখন। সাম্প্রতিক সময়ে ভুটানের মতো দুর্বল দলের কাছে হেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কিন্তু দেশের যে প্রতিভাবান ফুটবলার এখনো রয়েছে, তার প্রমাণ পাওয়া গেছে বয়সভিত্তিক একটি ফুটবল টুর্নামেন্টে। মালয়েশিয়ায় সুপার মক কাপ ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশের খুদে ফুটবলাররা হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটিকে।
শনিবার বাংলাদেশ ফটিবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কুয়ালালামপুরে অনূর্ধ্ব-১৪ এই ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটিকে। এই জয়ে বাংলাদেশ আসরের প্লেট পর্বে উঠে গেছে।
এদিনের বাংলাদেশের জয়ে দুটি গোলই করে ফাহিম মোরশেদ। ম্যাচের ১১ মিনিটে লক্ষ্যভেদ এবং ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সে।