মেসি বার্সায় ফেরার ব্যাপারে শতভাগ নিশ্চিত জাভি

চলছে জুন মাস। ক্যালেন্ডারের পাতায় ইংরেজি বছরের ষষ্ঠ মাস। অন্যান্য মাসের মতোই সাধারণ একটি মাস। কিন্তু, ফুটবলের যারা খোঁজ রাখেন তাদের কাছে এটি খেলোয়াড়দের দলবদল দেখার মাস। এবারের দলবদলের বাজারে সবচেয়ে বড় নাম লিওনেল মেসি।
চলতি মাসেই বর্তমান ক্লাব পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে মেসির। পিএসজির সঙ্গে নতুন চুক্তি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
মেসির পরবর্তী গন্তব্য হিসেবে ইন্টার মায়ামি, আল-হিলাল ও বার্সেলোনার নামই বারবার ঘুরেফিরে আসছে। মায়ামি ও আল-হিলাল প্রস্তাব পাঠালেও দুই ক্লাবের সংশ্লিষ্টরা এ বিষয়ে মন্তব্য বলতে গেলে করেনই না। তারা চুপ থাকলেও বার্সা চুপ নেই। ক্লাব সভাপতি থেকে শুরু করে কোচ জাভি হার্নান্দেজ পর্যন্ত কথা বলছেন বারবার। সর্বশেষ স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো দেপোর্তিভোকে সাক্ষাৎকার দেন জাভি।
বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফেব্রেজিয়ো রোমানো মুন্ডো দেপোর্তিভোর বরাত দিয়ে আজ শুক্রবার (২ জুন) ফেসবুকে একটি পোস্ট করেন। যেখানে বার্সেলোনায় মেসির একসময়ের সতীর্থ ও বর্তমান কোচ জাভির মুন্ডো দেপোর্তিভোর সঙ্গে মেসি প্রসঙ্গে কথা বলার বিষয়টি তুলে ধরেন রোমানো।
জাভি বলেন, ‘মেসি তার ভবিষ্যৎ আগামী সপ্তাহে নির্ধারণ করবেন। আমার দিক থেকে শতভাগ নিশ্চিত সে বার্সায় আসবে। সে জানে, আমরা তাকে স্বাগত জানাতে প্রস্তুত। কিছুই বদলায়নি। আমাদের এখনও সুযোগ আছে। আমরা মেসিকে এখানে চাই। তাকে তার সিদ্ধান্ত নিতে দিন। তাকে আমাদের সিস্টেমের অংশ করতে আমরা প্রস্তুত।‘
জাভি শতভাগ নিশ্চিত হলেও সিদ্ধান্ত সত্যিই মেসির হাতে। কোথাও না গিয়ে পিএসজির সঙ্গে পুণরায় চুক্তি নবায়ন করবেন? গতকাল পিএসজির পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা এক বছরের জন্য চুক্তি নবায়ন করতে আগ্রহী। সবমিলিয়ে অর্থ না আবেগ, কোনদিকে যাবেন মেসি; তা জানতে আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। হয়তো মাস শেষের আগেই জানা হয়ে যাবে।