রাশফোর্ডের ঝলকে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার যাত্রা শুরু

ম্যানচেস্টার ইউনাইটেডে ঠিক ছন্দ খুঁজে পাচ্ছিলেন না মার্কাস রাশফোর্ড। কোচ আমুরিমের পছন্দের তালিকায়ও ছিলেন না তিনি। যেকারণে তাকে দলে টানে বার্সেলোনা। কাতালানদের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্রথমবার মাঠে নামলেন তিনি। মাঠে নেমেই করলেন বাজিমাত। প্রথম গোল তো বটেই, জোড়া গোলে দলকে জিতিয়ে স্মরণীয় করে রাখলেন বার্সেলোনার জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগের অভিষেক।
গতকাল দিনগত রাতে সেন্ট জেমস পার্কে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। নিজের দুটি গোলই দ্বিতীয়ার্ধে ৯ মিনিটের মধ্যে করে রাশফোর্ড। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান কমান অ্যান্টোনি গর্ডন।
ম্যাচে আধিপত্য ছিল বার্সেলোনার। ৬৫ শতাংশ বল নিজেদের পায়ে রেখে গোলের জন্য ১৯টি শট নেয় কাতালানরা। এরমধ্যে পাঁচটি শট লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে ১০ শটের ছয়টি লক্ষ্যে ছিল নিউক্যাসলের।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ শুরু করে দুই দল। প্রথম সুযোগটা পেয়েছিল নিউক্যাসেল। তবে নবম মিনিটে হার্ভে বার্নসের শট আটকে দেন হুয়ান গার্সিয়া। ১৫ মিনিট পর আবারও তাকে হতাশ করেছেন বার্সার তরুণ এই গোলরক্ষক। বিপরীতে বার্সা বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও কার্যকর শট নিতে পারছিলেন না রাশফোর্ড-রাফিনিয়ারা।
তবে বিরতি থেকে ফেরার পর দেখা মেলে অন্য এক বার্সেলোনার। ৫৮ মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন রাশফোর্ড। জুলস কুন্দের ক্রসে বক্সে চমৎকার হেডে বল জালে পাঠান। বার্সেলোনার জার্সিতে এটাই ছিল তার প্রথম গোল। দ্বিতীয় গোল পেতে অপেক্ষা করতে হয় ৯ মিনিট। ৬৭ মিনিটে প্রতিপক্ষের পা থেকে বল পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে তার ডান পায়ের জোরালো শট ক্রসবারে লেগে জালে জড়ায়।
ম্যাচের ৯০ মিনিটে একমাত্র গোলটি পায় নিউক্যাসল। জ্যাকব মার্ফির পাস বক্সে পেয়ে ডানদিক দিয়ে বল জালে জড়ান অ্যান্টনি গর্ডন। শেষ বাঁশি বাজার আগমুহূর্তে দানি ওলমোর নিচু শট ঠেকিয়েছেন নিউক্যাসল গোলরক্ষক।