যুক্তরাষ্ট্রে মেসিকে সুখের বার্তা দিলেন বেল

পিএসজি ছাড়ার পর এখন বিশ্রামে আছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। আগামী মাসেই যোগ দেবেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে। নতুন পরিবেশ, নতুন পরিস্থিতি কেমন হবে আর্জেন্টাইন সুপারস্টারের জন্য? তাই জানালেন ওয়েলস তারকা গ্যারেথ বেল।
গতকাল বুধবার (২১ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বেল জানান, ‘এখানে সবচেয়ে বড় ভালোলাগার বিষয়টি হলো, এখানে হারকে অতটা গুরুত্বসহকারে দেখা হয়না। একটি ম্যাচে হারলে তারা শুধু পরবর্তী ম্যাচ নিয়ে চিন্তা করে। শুধু তাই নয় হারের ফলে নেতিবাচক কোনো প্রভাব খেলোয়াড়দের ওপর পড়তে দেওয়া হয়না।’
বেল আরও যোগ করেন, ‘মেসি এখানে খেললে উপভোগ করবে বলে আশা করি। কারণ এখানে যেহেতু হারকে অতটা প্রাধান্য দেওয়া হয়না, পাশাপাশি জয়কে এমন ভাবে উদযাপন করা হয় যে, আপনার মনে হবে হয়তো তারা শিরোপা জয় করেছে। এখানে আপনার দ্বিতীয় বিভাগে অবনমন হওয়ার তেমন কোনো সুযোগ নেই। যার ফলে আপনি কোনো ধরণের চাপ ছাড়াই খেলতে পারবেন।’
এমএলএসের লস অ্যাঞ্জেলস এফসির হয়ে ১ মৌসুমে খেলেছিলেন মাত্র ৩৩ বছরের আন্তজার্তিক ফুটবলকে বিদায় বলে দেওয়া বেল। ১৩ ম্যাচে দলটির হয়ে ৩ গোল করার পাশাপাশি এমএলএস শিরোপাও জিতেছেন তিনি।