অবশেষে বিশ্বকাপ খেলার অনুমতি পেল পাকিস্তান
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/08/06/ind-pak.jpg)
পেন্ডুলামের মতো দুলছিল পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা। এক পা এগোয় তো দশ পা পেছায় পাকিস্তান সরকার। পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) জানিয়ে দিয়েছিল, সরকার অনুমতি না দিলে ভারতের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ খেলতে দল পাঠাবে না তারা। অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তান সরকার বিশ্বকাপে যাওয়ার অনুমতি দিয়েছে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের। খবরটি নিশ্চিত করেছে ইএসপিএন ক্রিকইনফো।
আজ রোববার (৬ আগস্ট) পিসিবির এক বিবৃতির বরাত দিয়ে এমনটি জানায় ইএসপিএন ক্রিকইনফো। বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘পাকিস্তান সবসময়ই চেয়েছে যেন খেলা ও রাজনীতি একত্রিত না হয়। এ কারণেই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের দলকে আসন্ন বিশ্বকাপ খেলতে ভারতে পাঠাব। পাকিস্তান বিশ্বাস করে, দুই দেশের বৈরী রাজনৈতিক সম্পর্ক মাঠের খেলায় কোনো প্রভাব ফেলবে না।’
পাকিস্তানের এই সিদ্ধান্ত ভারতের গোঁড়া সিদ্ধান্তের বিপরীতে সুন্দর একটি বার্তা বহন করবে বলে বিশ্বাস করে পাকিস্তান সরকার। দলকে বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার অনুমতি দিলেও নিরাপত্তার ব্যাপারে আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে আবেদন জানিয়েছে পাকিস্তান।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2023/08/06/ind-pak-inner.jpg)
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘আমরা অনুমতি দিয়েছি, কিন্তু দলের নিরাপত্তা নিয়ে গভীর সংশয় আছে। আইসিসি ও ভারতীয় কর্তৃপক্ষের কাছে নিরাপত্তার আবেদন জানাচ্ছি। আমরা আশা করছি ভারতে থাকাকালীন পাকিস্তান দলের পূর্ণ নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে।’
৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। ভারত-পাকিস্তানের বহুল আকাঙ্খিত ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর।