ঈগলসকে হারিয়ে এএফসি কাপের প্লে অফে আবাহনী
এএফসি কাপের মূল পর্বে খেলার আরও কাছাকাছি পৌঁছাল ঢাকা আবাহনী লিমিটেড। বাছাই পর্বের ম্যাচে আজ বুধবার (১৬ আগস্ট) মালদ্বীপের ক্লাব ঈগলসকে ২-১ গোলে হারিয়েছে আবাহনী। এতে জায়গা করে নিয়েছে এএফসি কাপের প্লে-অফে।
গত কয়েকদিনের বৃষ্টিতে সিলেট জেলা স্টেডিয়ামের মাঠ খেলার জন্য সম্পূর্ণ উপযোগী ছিল না। সীমাবদ্ধতা নিয়েই দেশের প্রতিনিধিত্ব করতে মাঠে নামে আবাহনী। ২১ মিনিটে কর্নেলিয়াস স্টুয়ার্টের গোলে এগিয়ে যায় আবাহনী। প্রধমার্ধে এরপর একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল আকাশী-নীলরা। কিন্তু এক গোলের লিড নিয়ে বিরতিতে যেতে হয় তাদের।
বিরতি থেকে ফিরে ম্যাচে ফেরার চেষ্টা করে ঈগলস। মালদ্বীপের ক্লাবটি আক্রমণ চালায় আবাহনীর গোলমুখে। ৬৩ মিনিটে দলকে সমতায় ফেরান ঈগলস অধিনায়ক আহমেদ রিজুয়ান। তার গোলে সফরকারীদের খেলায় বাড়ে গতিশীলতা। গোল পেয়ে উজ্জীবিত ঈগলস বেশ কিছুটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে। তবে, দলকে বিপদের হাত থেকে বাঁচান আবাহনীর ডিফেন্ডাররা।
ম্যাচের ৮৯ মিনিটে আবাহনীকে বিপদ মুক্ত করেন দানিলো অগাস্টো। তার গোলে ২-১ এ এগিয়ে যায় আবাহনী। দানিলোর গোলটি হয়ে রয় ম্যাচের জয়সূচক গোল। এ জয়ে এএফসি কাপের প্লে অফে সুযোগ পেল ঢাকা আবাহনী।
এএফসি কাপের প্লে-অফে আবাহনীর প্রতিপক্ষ ২২ আগস্ট নেপালের ক্লাব মাচিন্দ্রা ও ভারতের মোহনবাগান মধ্যকার ম্যাচের বিজয়ী দল। মাচিন্দ্রা ও মোহনবাগানের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২২ আগস্ট।