এশিয়া কাপের দল ঘোষণা শ্রীলঙ্কার

এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। এবারের আসরে সহআয়োজকও দেশটি। কিন্তু, একের পর এক ক্রিকেটারের অসুস্থতার কারণে বিলম্বিত হচ্ছিল শ্রীলঙ্কার এশিয়া কাপের দল ঘোষণা। অবশেষে, এশিয়া কাপ শুরুর একদিন আগে আজ মঙ্গলবার (২৯ আগস্ট) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা।
নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এই ১৫ সদস্যের দলটিকে অনুমোদন দিয়েছেন দেশটির যুব ও ক্রীড়ামন্ত্রী রৌশান রানাসিংহে।
আগামীকাল বুধবার (৩০ আগস্ট) থেকে শুরু হবে এশিয়া কাপ। পরদিন ৩১ আগস্ট বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে শ্রীলঙ্কার শিরোপা ধরে রাখার মিশন। মূলত, দলের মূল স্কোয়াডের পাঁচজন খেলোয়াড় অসুস্থ হয়ে পড়ায় স্কোয়াড তৈরি করতে হিমশিম খেতে হয়েছে লঙ্কানদের। তাদের মধ্যে কুশল পেরেরা ‘ফ্লু’ থেকে সেরে উঠছেন। তাকে এশিয়া কাপে পাওয়ার আশা করছে দলটি। তাকেও স্কোয়াডে রাখা হয়েছে।
শ্রীলঙ্কার স্কোয়াড : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সান্দিরা সামারাবিক্রম, মাহিশ থিকসানা, দুনিথ ভেল্লালাগে, মাথিশা পাথিরানা, কাসুন রাজিথা, দুসান হেমন্ত, বিনুরা ফার্নান্দো, প্রমোদ মাদুশান।