বাংলাদেশের ম্যাচ দেখবেন কোথায়, কীভাবে

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বৃস্পতিবার (৩১ আগস্ট) শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। গত কয়েক বছরে এ দু’দলের লড়াই পেয়েছে ভিন্ন মাত্রা। ম্যাচটি নিয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা উভয় দেশের ভক্তদের রয়েছে তুমুল আগ্রহ।
একদিকে আসরের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, অন্যদিকে চলতি বছর ওয়ানডেতে দুর্দান্ত ছন্দে থাকা বাংলাদেশ। অসাধারণ দুই দলের লড়াই দেখতে উন্মুখ হয়ে আছেন ক্রিকেট ভক্তরা। কোথায় ও কীভাবে দেখা যাবে বাংলাদেশের ম্যাচ?
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশের ম্যাচসহ এশিয়া কাপের এই ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভি ও টি-স্পোর্টস। এ ছাড়া দেখা যাবে ভারতের স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস ওয়ান এইচডির পর্দায়।
বাংলাদেশি ভক্তরা চাইলে খেলাগুলো দেখতে পারবেন অনলাইনেও। মোট তিনটি অ্যাপে দেখা যাবে ম্যাচগুলো। বরাবরের মতো সরাসরি দেখাবে র্যাবিটহোল বিডি। এর সঙ্গে থাকছে টফি ও মাইজিপি অ্যাপ। সাবস্ক্রিপশনের ভিত্তিতে ভারতের ডিজনি+হটস্টারেও দেখা যাবে এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই।
ছয় দলের টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। বাংলাদেশ ছাড়া বাকি দুই দল শ্রীলঙ্কা ও আফগানিস্তান।