দুই ওপেনারকে হারিয়ে বিপাকে বাংলাদেশ

নাঈম শেখ ও তানজিদ তামিম। ছবি : এএফপি
এশিয়া কাপ শুরুর আগে বাংলাদেশের দুশ্চিন্তার মূল কারণ ছিল ওপেনিং। অভিজ্ঞ দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবালের না থাকা দলকে যে চাপে ফেলতে পারে, সেই শঙ্কাই হলো সত্যি। অভিষিক্ত তানজিদ তামিম ও নাঈম শেখ পারেননি আস্থার প্রতিদান দিতে।
আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নেমে ভালো শুরু করবে বাংলাদেশ,সমর্থকদের এমন আশা পূরণ হয়নি।
দলীয় ৪ রানের মাথায় মাহিশ থিকসানার বলে এলবিডব্লিউ এর ফাঁদে পরে সাঝঘরে ফিরতে হয় তাকে। ২ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি তামিম। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে জুটি গড়লেও তা বেশি বড় করতে পারেনি নাঈম। দলীয় ২৫ রানের মাথায় ধনঞ্জয়া ডি সিলভার বলে তুলে মারতে গিয়ে নিসানাকার হাতে ক্যাচ দিয়ে ফেরেন নাঈম। ২৩ বলে ১৬ রান আসে নাঈমের ব্যাট থেকে।