হারের প্রহর গুনছে বাংলাদেশ

লক্ষ্যটা ১৬৫। ওয়ানডে ক্রিকেটের হিসেবে খুব একটা কঠিন নয়। এই রানের বিপরীতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিল শ্রীলঙ্কা। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুই পেসার তাসকিন ও শরিফুলের পর এবার লঙ্কান শিবিরে আঘাত হেনেছেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে এরপরই লঙ্কান দুই ব্যাটার সামারাবিক্রমা ও আসলাঙ্কা দারুণ জুটি গড়ে চাপ সামাল দেন। সবমিলিয়ে জয়ের অপেক্ষায় শ্রীলঙ্কা।
আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট হাতে পাথুম নিসানকা ও দিমুথ করুনারত্নে লঙ্কানদের প্রত্যাশিত শুরু এনে দিতে পারেননি। ইনিংসের তৃতীয় ওভারে অসাধারণ এক ইনসুইংয়ে করুনারত্নকে বোল্ড করেন তাসকিন। ৩ বলে ১ রান করেন করুনারত্নে। তাসকিনের পর আঘাত হানতে দেরি হয়নি শরিফুলের। দলীয় ১৫ রানের মাথায় নিসানকাকে উইকেটের পেছনে মুশফিকের ক্যাচে পরিণত করেন শরিফুল। এরপর সাদিরা সামারাবিক্রামাকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন কুশল মেন্ডিস। তবে দলীয় ৪৩ রানে সাকিবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মেন্ডিস।
এর আগে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে বাংলাদেশের শুরুটা হয় চরম হতাশার। সাকিব-তাওহিদ মিলেও রাখতে পারেননি ভরসার মান। স্রোতের বিপরীতে একাই লড়েছেন নাজমুল হোসেন শান্ত। উইকেট কামড়ে পড়ে থেকে উপহার দিয়েছেন ৮৯ রানের ইনিংস। তাতে ভর করেও অবশ্য বেশিদূর যেতে পারেনি বাংলাদেশ। এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে মাত্র ১৬৫ রানের লক্ষ্য দিয়েছে সাকিব আল হাসানের দল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪২.৪ ওভারে ১৬৪ (নাঈম ১৬, তামিম ০, শান্ত ৮৯, সাকিব ৫, হৃদয় ২০, মুশফিক ১৩, মিরাজ ৫, মেহেদি ৬, তাসকিন ০, শরিফুল ২, মোস্তাফিজ ০ ; রাজিথা ৭-০-২৯-০, থিকসানা ৮-১-১৯-২, ধনঞ্জয়া ১০-০-৩৫-১, পাথিরানা ৭.৪-০-৩২-৪, দুনিথ ৭-০-৩০-১, দাসুন ৩-০-১৬-১)।