ছয় নতুন মুখ নিয়ে অস্ট্রেলিয়া সফরে ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে সেই পুরোনো জৌলুস নেই। নিজেদের হারিয়ে খুঁজছে দলটি। নানা সমস্যায় জর্জর দলে নিয়মিতই আসে পরিবর্তন। বিভিন্ন সময়ই খেলতে অস্বীকৃতি জানান অনেকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে যেমন খেলবেন না দলের নিয়মিত তারকা জেসন হোল্ডার ও কাইল মায়ার্স। দুজনকে ছাড়াই আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় দুই ম্যাচ সিরিজের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ছয় নতুন মুখ নিয়ে আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দল ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট।
ক্রেইগ ব্রেথওয়েটকে অধিনায়ক ও পেসার আলজারি জোসেফকে সহ-অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। সেখানে নতুন মুখ ছয়জন। তারা হলেন—টেভিন ইমলাচ, জ্যাচারি ম্যাককাসকি, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আকিম জর্ডান ও শামার জোসেফ। এ ছাড়া, গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলা গুড়াকেশ মোতি ফিরছেন এই সিরিজ দিয়ে।
অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে প্রথম টেস্ট শুরু হবে ২০২৪ এর ১৭ জানুয়ারি। ব্রিসবেনের গ্যাবায় দ্বিতীয় ও শেষ টেস্ট ২৫ জানুয়ারি থেকে। এর আগে ১০ জানুয়ারি অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে চারদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা।
সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত হওয়ায় দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি তাই ক্যারিবিয়ানদের জন্য বেশ চ্যালেঞ্জিং।