ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে থামিয়ে ক্যারিবীয়দের অবিশ্বাস্য জয়
শেষ দিকে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ২০ রান। আলজারি জোসেফের করা বলে স্কুপ করে ছক্কা হাঁকালেন স্টিভেন স্মিথ। তাতে সমীকরণটা নেমে এলো ১৪ রানে। উইকেটে স্মিথ ছিল বলেই মনে করা হয়েছিল—অস্ট্রেলিয়ার জয় হয়তো স্রেফ সময়ের ব্যাপার। কিন্তু না, আরেক জোসেফের কাছে ঠিকই হার মানল অস্ট্রেলিয়া। তাতে ব্রিসবেনে অবিশ্বাস্য জয়ের গল্প লিখল ওয়েস্ট ইন্ডিজ।
বলা হচ্ছে শামার জোসেফের কথা। ওয়েস্ট ইন্ডিজের জয়ের গল্পের নায়ক তিনিই। অস্ট্রেলিয়ার একের পর এক ব্যাটারদের বিদায় করে পথ দেখিয়েছেন তিনি। শেষের গল্পটাও লিখেন তিনি। স্মিথকে সঙ্গ দেওয়া জস হ্যাজেলউডের স্টাম্প ভাঙেন শামার জোসেফ। তাতেই ৮ রানের অবিশ্বাস্য জয় তুলে নেয় ক্যারিবীয়রা। এই জয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ করেছে ১-১ সমতায়।
শেষ উইকেট নিয়ে উচ্ছ্বাসে ভাসছিল ক্যারিবীয়রা। মাঠে অনুজদের উচ্ছ্বাস আর কমেন্ট্রি বক্সে আনন্দে কাঁদছিলেন কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। মাঠে অসি ক্রিকেটাররাও শুভেচ্ছা জানালেন শামার জোসেফকে।
শেষ ইনিংসে অস্ট্রেলিয়ার লড়াই থামে ২০৭ রানে। ১৪৬ বলে ৯১ রান করে অপরাজিত থাকেন স্মিথ। আউট হওয়া হ্যাজেলউড অবশ্য ৬ বল খেলে রানের খাতা খুলতে পারেননি।
অস্ট্রেলিয়ার ইনিংসে ধস নামানো শামার জোসেফ একাই নেন সাতটি উইকেট। ম্যাচসেরার নায়ক তিনিই। সিরিজ সেরাও হয়েছে তিনি। বাকি দুটি নেন আলজারি জোসেফ।
তার আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩১১ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। বিপরীতে প্রথম ইনিংসে ২৮৯ রানে থামে অস্ট্রেলিয়া। এরপর দ্বিতীয় ইনিংসে নেমে ১৯৩ রান করে সফরকারীরা। তাতে আগের লিড সহ অস্ট্রেলিয়াকে তারা ২১২ রানের টার্গেট দেয়। কিন্তু যেই টার্গেট টপকে জিততে পারেনি অসিরা।