সাফের ফাইনালে প্রথমার্ধ শেষে পিছিয়ে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-ভারত লড়াইটা যে জমজমাট গ্রুপ পর্বের ম্যাচেই তার আভাস মিলেছিল। নিজেদের মাঠে শিরোপা ধরে রাখাটা স্বাগতিকদের বাংলাদেশের জন্য বেশ চ্যালেঞ্জের। প্রথমার্ধ শেষেই তা টের পেয়েছে লাল-সবুজের দল। মেগা ফাইনালে শিবানী দেবীর গোলে এগিয়ে ভারত।
আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামে বাংলাদেশ। তবে, অগোছালো ফুটবলে প্রথমার্ধ শেষে পিছিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের চতুর্থ মিনিটেই ডানপ্রান্ত দিয়ে দারুণ এক ক্রস করেন সাগরিকা। তবে, সঠিক পজিশনে কোনো খেলোয়াড় না থাকায় হতাশ হতে হয় এই ফরোয়ার্ডকে। ম্যাচের অষ্টম মিনিটে বড় ভুল করে বসে বাংলাদেশের রক্ষণভাগ। সেই ভুলের সুযোগ নিয়ে দলকে এগিয়ে নেন ভারতের শিবানী দেবী।
ম্যাচের দশম মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশও। তবে ভারতীয় গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি মুনকি আক্তার। ম্যাচের ১৬তম মিনিটে ফের গোলের সুযোগ তৈরি করে ভারত। শিবানী দেবীর জোরাল শট গোলপোস্টের ওপর দিয়ে চলে যায়।
এরপর ম্যাচের ২৮তম মিনিটে ডানপ্রান্ত দিয়ে আরও একটি জোরাল আক্রমণ করে ভারত। এবার অবশ্য শিবানীর বুলেট গতির শট দক্ষতার সঙ্গে ফিরিয়ে দেন বাংলাদেশ গোলরক্ষক। ম্যাচের ৩৪তম মিনিটে ডি বক্সের বেশ খানিকটা দূর থেকে স্বপ্নার দূরপাল্লার শট গোলপোস্টের ওপর দিয়ে চলে গেলে হতাশ হতে হয় বাংলাদেশকে। এর এক মিনিট পরই ফের স্বপ্নার বুলেট গতির শট ঠেকিয়ে দলকে ফের রক্ষা করেন ভারতীয় গোলরক্ষক আনিকা দেবী। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ভারত।