স্টোকসের বিশ্বাস ৩-২ ব্যবধানে সিরিজ জিতবে ইংল্যান্ড
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/02/19/ben-sttoks-chbi.jpg)
বেন স্টোকস বরাবরই আত্মবিশ্বাসীদের কাতারে। ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার অ্যাশেজে টানা দুই টেস্ট হারার পরও বলেছিলেন, ৩-২ এ সিরিজ জিতবে ইংল্যান্ড। একই কথা বললেন ভারতে চলমান পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে। তিন ম্যাচ শেষে ইতোমধ্যে ২-১ এ পিছিয়ে আছে ইংল্যান্ড।
রাজকোটে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিক ভারতের কাছে গতকাল রোববার (১৮ ফেব্রুয়ারি) ৪৩৪ রানে হেরেছে ইংলিশরা। ভারতের সবচেয়ে বড় জয়, গত ৯০ বছরে ইংল্যান্ডের সবচেয়ে বড় হার। এমন ম্যাচের পরও স্টোকস জানালেন, তার দল সিরিজ জিততে প্রস্তুত। ৩-২ ব্যবধানে সিরিজ তারাই জিতবে।
ইএসপিএনক্রিকইনফোতে প্রকাশিত প্রতিবেদন মতে স্টোকস বলেন, ‘আমরা জানি সময়টা ভালো যাচ্ছে না। যেভাবে প্রত্যাশা করেছি, তা হচ্ছে না। সবসময় আপনি যা চাইবেন, সে অনুযায়ী কাজ করতে পারবেন না। তবে, আমাদের হাতে আরও দুটি ম্যাচ আছে। ২-১ এ পিছিয়ে পড়লেও আমরা বিশ্বাসী যে ৩-২ এ সিরিজ জেতার মতো যতেষ্ট সুযোগ আছে এখনও।’
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2024/02/19/ben-sttoks-inaar.jpg)
হায়দরাবাদে সিরিজের প্রথম ম্যাচ ইংল্যান্ড জিতলেও বিশাখাপত্তম ও রাজকোটে পরের দুই ম্যাচ জিতে ঘুরে দাঁড়ায় ভারত। সিরিজের চতুর্থ টেস্ট শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে রাচিতে।