জিম্বাবুয়ে-যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলে বিশ্বকাপ প্রস্তুতির চিন্তা করা ভুল : সাকিব

মাঠ ও মাঠের বাইরে ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। ঢাকা প্রিমিয়ার লিগে গতকাল শুক্রবার (৩ মে) সেঞ্চুরি করেছেন। আজ সকালে সাকিব গেছেন মাগুরায়। সেখান থেকে সন্ধ্যায় উদ্বোধন করেন বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেনের বাইকের শোরুম। রাজধানীর বারিধারায় জনপ্রিয় ব্র্যান্ড ইয়ামাহার ডিলার শো রুম নিয়েছেন রুবেল।
অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হন সাকিব। তার কাছে বিশ্বকাপের প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, জিম্বাবুয়ে-যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলে বিশ্বকাপ প্রস্তুতির চিন্তা করাটা হবে ভুল।
সাকিব বলেন, ‘জিম্বাবুয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলা বিবেচনা করে যদি বিশ্বকাপ চিন্তা করি, আমার কাছে মনে হয় সেটি ভুল হবে। বিশ্বকাপ সম্পূর্ণ ভিন্ন একটা জায়গা। সেখানে যত বেশি চাপ সামলাতে পারব, তত বেশি সম্ভাবনা থাকবে। আগের দুটি বিশ্বকাপে আমরা ভালো না করলেও খুব একটা খারাপ করিনি। এবার আমাদের লক্ষ্য হওয়া উচিত সেটিকে ছাড়িয়ে যাওয়া। তার জন্য আমাদের গ্রুপ পর্বে তিনটি ম্যাচ জিততে হবে। এভাবেই দলের পরিকল্পনা হওয়া উচিত।’
জিম্বাবুয়ে সিরিজের পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রে। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে এই সিরিজটি কাজে দিলেও বিশ্বকাপের জন্য ভালো হবে না বলে মনে করেন সাকিব।
এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলার একটি বড় কারণ হচ্ছে, পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া। সেখানকার অবস্থা সম্পর্কে জানা। তবে, যেমনটা বলছিলাম, এটি খুব ভালো প্রস্তুতি হবে না। এখান থেকে আমাদের যা কাজে দেবে তা হলো, পরিবেশ কেমন সেটি জানা যাবে। খেলোয়াড়রা মানিয়ে নেওয়ার সময় পাবে। কিন্তু, আপনি যখন কঠিন প্রতিপক্ষের সঙ্গে খেলবেন, তখন ভালো একটা প্রস্তুতি হবে।’