আইরিশদের বিপক্ষে টস জিতে বোলিংয়ে ভারত
বিশ্বকাপের অন্যতম ফেভারিট কারা—প্রশ্নের উত্তরে ভারতের নাম থাকবেই। ২০-১৩ সাল থেকে আইসিসির কোনো টুর্নামেন্টে শিরোপা জিততে না পারলেও ভারত সবসময়েই এগিয়ে থাকে। এবার আরেকটি বিশ্ব আসর চলছে। গত ২ জুন থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলেও ভারতের মিশন শুরু হয়েছে আজ বুধবার (৫ জুন) থেকে।
গ্রুপ ‘এ’-র প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিং বেছে নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
রোহিত বলেন, ‘বিশ্বকাপ সবসময়ই চ্যালেঞ্জিং। নতুন পরিবেশ হলেও সবাই প্রস্তুত। ভারতের ওপর প্রত্যাশার চাপ থাকে। ম্যাচের উইকেট দেখে মনে হচ্ছে বোলাররা সুবিধা পাবে। একটা ভালো শুরু এনে দিতে পারলে সহজ হবে খেলাটা।’
ভারতীয় তারকারা কিছুদিন আগে শেষ করেছেন আইপিএল। আয়ারল্যান্ডের চেয়ে সব দিকে এগিয়ে দলটি। এছাড়া, দুদলের মুখোমুখি সর্বশেষ পাঁচ লড়াই কথা বলছে ভারতের পক্ষে। পাঁচ ম্যাচের চারটিতে জিতেছে ব্লু আর্মিরা। গত বছরের ২৩ আগস্ট শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়।