দুর্দান্ত বোলিংয়ে আইরিশদের অল্পতে থামাল ভারত
আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ পাঁচ টি-টোয়েন্টির চারটিতে জিতেছে ভারত। বৃষ্টিতে ভেসে যায় সর্বশেষ ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ আজ বুধবার (৫ জুন) আইরিশদের বিপক্ষে। ভারতের সামনে আয়ারল্যান্ড খুব একটা সুবিধা করবে না, সেটি অনেকটা অনুমিত ছিল। ম্যাচের প্রথমার্ধ শেষে মিলল তা।
নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আইরিশদের আগে ব্যাটিংয়ে পাঠায় ভারত। কিন্তু, ভারতের বোলিং তোপে বেশিদূর এগোতে পারেনি আয়ারল্যান্ড। ১৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ৯৬ রান জমা করে দলটি।
তৃতীয় ওভারে প্রথম আঘাত হানেন অর্শ্বদীপ সিং। আইরিশ দলপতি পল স্টার্লিংকে ফেরান তিনি। দুই রান করে উইকেটের পেছনে ঋষভ পন্তের তালুবন্দি হন স্টার্লিং। পাঁচ রান করা অপর ওপেনার অ্যান্ডি বালবার্নিকে বোল্ড করেন অর্শ্বদীপ। ১৩ বলে ১০ রান করে হার্দিক পান্ডিয়ার বলে বোল্ড হন লরকান টাকার। আইরিশ ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ হ্যারি টেক্টর চার রান করে কোহলির ক্যাচ হন জসপ্রীত বুমরাহর বলে।
স্কোরবোর্ডে ৩৬ রান তুলতেই চার ব্যাটারকে হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে আইরিশরা। সেখান থেকে নিজেদের আর টেনে তুলতে পারেনি দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন গ্যারেথ ডিলানি। ১৪ রান আসে জস লিটলের ব্যাট থেকে। বাকিদের ব্যর্থতায় ১০০ রানের নিচে অলআউট হয় আইরিশরা।
ভারতের পক্ষে চার ওভারে এক মেডেনসহ ২৭ রানে তিন উইকেট নেন পান্ডিয়া। তিন ওভারে এক মেডেনসহ মাত্র ছয় রান দিয়ে দুই উইকেট শিকার করেন বুমরাহ।