ইন্টারের সঙ্গে লাউতারো মার্টিনেজের নতুন চুক্তি
ইন্টার মিলানের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন লাউতারো মার্টিনেজ। নতুন চুক্তিতে আর্জেন্টাইন এই তারকা খেলবেন ২০২৯ সাল পর্যন্ত। ইতালিয়ান ক্লাবটির সঙ্গে মার্টিনেজের আগের চুক্তি ছিল ২০২৬ সাল পর্যন্ত। তিন বছর বাড়িয়েছেন মেয়াদ। ক্লাব ক্যাপ্টেনের এই বিষয়টি ইন্টার কর্তৃপক্ষ নিজেরাই নিশ্চিত করেছে।
এর আগে ২০১৮ সালে প্রথমবার ইন্টারের জার্সিতে খেলতে নামেন মার্টিনেজ। ২৬ বছর বয়সী তারকা দলটির অন্যতম সেরা ফুটবলার হিসেবে ইতোমধ্যে নিজেকে প্রতিষ্ঠত করেছেন। ইন্টারের হয়ে এখন পর্যন্ত ২৮২ ম্যাচ খেলে ১২৯ গোল করেছেন এই ফরোয়ার্ড।
মার্টিনেজ বলেন, ‘চুক্তি নবায়ন করা আমার কাছে বিশেষ কিছু। আমি ক্লাবের কাছে কৃতজ্ঞ। চয় বছর পর এসে আরও থাকতে চাওয়ার মানে হলো, এখানে আমার অনেক শুভাকাঙ্খী আছেন। আমি খুবই খুশি। একটা পরিবার হয়ে আছি এখানে। এই ক্লাবের ইতিহাসের অংশ হতে পারাটা গর্বের।’
ক্যারিয়ারে এখন সুসময় কাটছে মার্টিনেজের। আর্জেন্টিনার জার্সিতে জিতেছেন বিশ্বকাপ ও কোপা আমেরিকা। সর্বশেষ কোপায় হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। গত মৌসুমে ইন্টারের সিরি আ (লিগ শিরোপা) জয়ে তার ছিল বড় অবদান। লিগেরসর্বোচ্চ ২৪ গোল করে ২০২৩-২৪ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।