জুভেন্টাসকে হারিয়ে চ্যাম্পিয়ন ইন্টার মিলান
প্রায় এক যুগ পর সাফল্য। দীর্ঘ দিন পর ইতালিয়ান কাপের শিরোপা জিতে উচ্ছ্বাসে ভাসল ইন্টার মিলান। গতকাল বুধবার রাতে ফাইনালে ৪-২ গোলে জুভেন্টাসকে হারিয়ে এই সাফল্য পায় তারা।
স্নায়ুক্ষয়ী এই ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইন্টার মিলান। ষষ্ঠ মিনিটে দারুণ শটে লক্ষ্যভেদ করেন নিকোলো বারেল্লা।
ম্যাচের সমতায় ফিরতে বেশ কিছুক্ষণ সময় লেগেছে জুভেন্টাসের। ৫০ মিনিটে আলেক্স সান্দ্রোর গোলে ম্যাচে ফিরে তারা। দুই মিনিট পর এগিয়েও যায় জুভেন্টাস। ৫২ মিনিটে ইন্টার গোলরক্ষকের ভুলে দুসান ভ্লাহোভিচ বল জালে পাঠাতে ভুল করেননি।
২-১ গোলে এগিয়ে থেকে জুভেন্টাস ম্যাচের প্রায় শেষ পর্যায়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু ৮০ মিনিটে একটি পেনাল্টি ম্যাচের সব হিসেব বদলে দেয়। লাউতারো মার্টিনেসকে জুভেন্টাসের ডিফন্ডাররা ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে হাকান কানহানোগ্লু গোল করে দলকে ম্যাচে ফেরান।
এর পর ইনজুরি সময়ে আরও একটি পেনাল্টি পায় ইন্টার মিলান। স্টেফান ডি ভ্রেইকে ফাউল করলে পেনাল্টি হলে তা থেকে গোল করেন পেরিসিচ।
ইতালিয়ান কাপে অষ্টম শিরোপা জিতল ইন্টার মিলান। আর রোমা নয়টি এবং জুভেন্টাস ১৪টি শিরোপা জেতে।