এই জয় অনেকদিন মনে রাখা হবে : তামিম

তামিম ইকবাল (বামে) ও বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ছবি : আইসিসি ও এএফপি
রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক টেস্ট জয়ের সাক্ষী হলো বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষটিতে আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ছয় উইকেটে জিতেছে লাল-সবুজের প্রতিনিধিত্বকারী দলটি। একই মাঠে সিরিজের প্রথম ম্যাচে শান্ত-মিরাজরা জিতেছিলেন ১০ উইকেটে। ২-০ ব্যবধানে জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে সফররতরা।
বাংলাদেশের এমন জয়ে উচ্ছ্বসিত দেশসেরা ওপেনার তামিম ইকবালও। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘এক কথায় অসাধারণ। ২৬ রানে ছয় উইকেট হারানো থেকে ২-০ তে সিরিজ জয়। দলকে অনেক অভিনন্দন। এই জয় অনেকদিন মনে রাখা হবে।’