ট্রফি নিয়ে বরিশাল যাবেন তামিমরা, জানালেন দিনক্ষণ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/08/bpl_22.jpg)
বিপিএলের ফাইনালে প্রায় পুরো গ্যালারিই ছিল বরিশালের জার্সির রঙে লালে লাল। ‘বরিশাল, বরিশাল’ মুহুর্মুহ স্লোগানে প্রকম্পিত স্টেডিয়াম। ম্যাচজুড়ে চলা সেই উৎসব শেষ হয়েছে বরিশালের আরেকটি লাল শিরোপায়। সবার আবদার ছিল একটাই, ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হলে এবার ট্রফি নিয়ে যেতে হবে বরিশালে। সমর্থকদের সেই স্বপ্নই এবার পূরণ হতে যাচ্ছে।
সাধারণত বিপিএলের বেশিরভাগ ম্যাচ হয় ঢাকাতেই। এর বাইরে সিলেট ও চিটাগংয়ে হয় বিপিএলের ম্যাচ। ফলে বরিশালের অনেক দর্শকই মাঠে বসে প্রিয় দলের খেলা দেখা থেকে বঞ্চিত হন। এবার তাদের কথা ভেবেই বরিশালে যাচ্ছেন তামিমরা। চিটাগংকে হারানোর পর বরিশালবাসীর আশা পূরণের বার্তা দেন তামিম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই প্রসঙ্গে তামিম বলেন, ‘আমরা গতবার বিপিএল জেতার পর বরিশাল আসতে পারিনি। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, ৯ তারিখে (রোববার) আসব বরিশাল। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য। সব যদি ঠিক থাকে, এই ৯ তারিখে আপনারা আমাদের কাপসহ দেখতে পারবেন।’
দলের মালিক মিজানুর রহমান প্রসঙ্গে তামিম বলেন, ‘আমি মালিককে ধন্যবাদ দিব। উনি দুর্দান্ত ছিলেন, আমি যা করতে চেয়েছি তিনি তা করতে দিয়েছেন। কে খেলবে, কে খেলবে না তা নিয়ে হস্তক্ষেপ করেননি। আমাকে স্বাধীনতা দিয়েছেন যেটা আমি চেয়েছি। হারলেও কিছু বলেননি।'
এর আগে, ২০২৪ বিপিএলে প্রথমবার শিরোপা জেতে বরিশাল। ফাইনাল ম্যাচ শেষ হওয়ার কিছু সময় পরই দলটির কর্ণধার মিজানুর রহমান ঘোষণা দেন, ট্রফি নিয়ে লঞ্চে করে বরিশাল যাবেন তারা। কিন্তু নানা কারণে সেই পরিকল্পনা আলোর মুখ দেখেনি।