ফাইনালের টার্নিং পয়েন্ট জানালেন তামিম
প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জেতার সুযোগ ছিল চিটাগং কিংসের সামনে। কিন্তু ব্যাটাররা যথেষ্ঠ রান তুললেও দলটির বোলারদের পাশাপাশি ফিল্ডারদের ব্যর্থতায় সামর্থ্যের পুরোটা উজাড় করে দিতে পারেননি তারা। মেগা ফাইনালের টার্নিং পয়েন্ট কি ছিল, সেটাই জানালেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে তামিম বলেন,‘ রিশাদের ওই দুটি ছক্কার আগে তিনিও ঘাবড়ে গিয়েছিলেন অনেকটা। তখন একটু ভয় পেয়ে গিয়েছিলাম। বিশেষ করে, রিয়াদ ভাই যখন আউট হন এবং নাবি যখন আউট হন শেষ বলে। কারণ, এক ওভারে আট রান লাগত। রিশাদ ছিল, কিন্তু বাকিরা সব বোলার। ৯ নম্বর-১০ নম্বরে কাকে পাঠাব, এটাই বুঝতে পারছিলাম না।’
তামিম আরও যোগ করেন, ‘তবে আমার মনে হয়, (রিশাদের) প্রথম ছক্কাই ছিল গেম চেঞ্জার। কারণ, যদি ১৫ রান লাগত (শেষ ওভারে), পুরো ভিন্ন ব্যাপার হতো। এরপর শেষ ওভারের প্রথম বলের ছক্কাও ছিল গুরুত্বপূর্ণ। রিশাদের ওপর আমাদের ভরসা রাখার মূল কারণগুলির একটি এটি। হ্যাঁ, তার বোলিং তো অবশ্যই আছে, কিন্তু ব্যাটিংটাও দারুণ গুরুত্বপূর্ণ।’
অবশ্য রিশাদের এমন ব্যাটিং নৈপুন্য প্রথম নয়। এর আগেও নানা সময়ে বাংলাদেশ দলের জার্সিতে নিজেকে প্রমাণ করেছেন তিনি। সামনেই চ্যাম্পিয়নস ট্রফি, এমন গুরুত্বপূর্ণ আসরে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও রিশাদের কাছ থেকে সেরাটাই চাইবেন দর্শকরা। বিপিএলের ব্যস্ততা শেষ হওয়ায় এখন জাতীয় দলের হয়ে নিজেকে প্রস্তুত করবেন এই অলরাউন্ডার।