দিনের শুরুতে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/12/01/bd_2.jpg)
টেস্টের প্রথম দিন শেষ বিকেলটা বেশ দারুণ কেটেছে বাংলাদেশের। দুই উইকেট হারিয়ে বিপদে পড়া দলকে টেনে তোলেন সাদমান-শাহাদাত জুটি। তবে, আজ রোববার (১ ডিসেম্বর) উইকেট ধরে রাখতে ব্যর্থ বাংলাদেশি ব্যাটাররা। দলীয় ৮৩ রানে শামার জোসেফের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন শাহাদাত হোসেন দিপু। তার ব্যাট থেকে আসে ২২ রান। দিপুর বিদায়ে ভাঙে সাদমানের সঙ্গে তার ৭৩ রানের জুটি।
ক্রিজে নামা লিটন দাস ব্যর্থ হন এদিনও। মাত্র এক রান করে জেইডেন সিলসের বলে কাভেম হজের তালুবন্দি হন লিটন। ৮৮ রানে চার উইকেট হারিয়ে বিপদ বাড়ে বাংলাদেশের। সেটি আরও ঘনীভূত হয় জাকের আলী অনিকের বিদায়ে। এক রান করে তিনি শিকার হন জোসেফের, উইকেটের পেছনে ক্যাচ নেন জশুয়া দা সিলভা। ৯৫ রানে পতন ঘটে বাংলাদেশের পঞ্চম উইকেটের। সাদমান ইসলামের সঙ্গে ব্যাটিং করছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
এর আগে জ্যামাইকা টেস্টের প্রথমদিন বাংলাদেশ শেষ করেছিল দুই উইকেটে ৬৯ রান নিয়ে।