রংপুরের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি বরিশাল
টানা দুই ম্যাচেই জয় পেয়েছে রংপুর রাইডার্স। জয় দিয়ে আসর শুরু করেছিল বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। জয়ের ধারা বজায় রাখার লক্ষ্যে আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) একে অপরের মুখোমুখি হয়েছে দুদল। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে বরিশাল। তবে, রংপুরের দুর্দান্ত বোলিংয়ের সামনে টিকতে পারেনি পুরো ২০ ওভার। ১৮.২ ওভারে ১২৪ রানে অলআউট হয় বরিশাল।
ব্যাটিংয়ে শুরুটা ভালোই করেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েও অবশ্য ইনিংস বড় করতে পারেননি বেশি। ১৮ বলে ২৮ রান করে বিদায় নেন নাহিদ রানার বলে বোল্ড হয়ে। আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত অবশ্য মাত্র ৯ রান করেই পরিণত হন শেখ মেহেদির শিকারে।
এরপর লেগে থাকে বরিশালের আসা-যাওয়ার মিছিল। তাওহিদ হৃদয় ৪, কাইল মায়ার্স ১৩, মুশফিকুর রহিম ১৫, মাহমুদউল্লাহ ১০—বলার মতো রান আসেনি কারও ব্যাট থেকেই। শেষ দিকে মোহাম্মদ নবী ১৭ বলে ২১ রান করে দলের সংগ্রহ ১০০ পার করতে সাহায্য করেন। শেষ ব্যাটার হিসেবে রানআউট হন তিনি।
রংপুরের পক্ষে চার ওভারে ১৮ রানে তিন উইকেট নেন খুশদিল মাহ। দুই ওভারে ১০ রান দিয়ে ইফংতিখার আহমেদ নেন দুই উইকেট। নাহিদ রানাও দুটি উইকেট পান, তবে রান দিয়েছেন চার ওভারে ৩২।
সংক্ষিপ্ত স্কোর
ফরচুন বরিশাল : ১৮.২ ওভারে ১২৪/১০ (তামিম ২৮, শান্ত ৯, হৃদয় ৪, মায়ার্স ১৩, মুশফিক ১৫, মাহমুদউল্লাহ ১০, ফাহিম ১, নবী ২১, আফ্রিদি ৮, তানভীর ৬, ইমন ০*; রাব্বি ২-০-১৫-০, মেহেদি ৩-০-৩৩-১, ইফতিখার ২-০-১০-২, জাভেদ ৩.২-০-১৩-১, নাহিদ ৪-০-৩২-২, খুশদিল ৪-০-১৮-৩)