‘বরিশালের লঞ্চে ধাক্কা’ মেরে খোঁচা দিল রংপুর
জয়ের লড়াইয়ে রংপুর রাইডার্সের কাছে পাত্তাই পায়নি ফরচুন বরিশাল। মিরপুরে আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) বর্তমান চ্যাম্পিয়নদের রীতিমতো উড়িয়ে দিয়েছে রংপুর। এতে বিপিএলে টানা তিন ম্যাচে তিন জয় তুলে শীর্ষস্থান মজবুত করল রংপুর।
ম্যাচ জিতে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বরিশালকে খোঁচা মেরে একটি ছবি ও ক্যাপশন পোস্ট করে রংপুর। ছবিতে দেখা যায়, রংপুর বার্তা নামক একটি পত্রিকার কাটিং। ছবির একপাশে রংপুরের ক্রিকেটাররা, আরেক পাশে ডুবন্ত একটি লঞ্চ। শিরোনামে লেখা— ‘বরিশালের লঞ্চে ধাক্কা, আতঙ্কে যাত্রীরা।’
শুধু তাই নয়, ছবির ক্যাপশনেও মজা করেছে রংপুর। জুলাই অভ্যুত্থানের পর ভাইরাল হওয়া একটি বাক্য দিয়েছে সেখানে। তারা লিখেছে— ‘জার জার ওবস্তান থেকে পালাও...’
তিন ম্যাচ, তিনটি জয়—বিপিএলে এখন পর্যন্ত রংপুর রাইডার্সের পারফরম্যান্স। প্রথম দুই ম্যাচে জয়ের পর আজ রংপুর মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের। ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি বরিশাল। জয় পেতে কষ্ট হয়নি রংপুরের। একপেশে ম্যাচে আট উইকেটে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে দলটি।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে বরিশাল। ১৮.২ ওভারে ১২৪ রানে অলআউট হয় দলটি। জবাবে ১৫ ওভারে দুই উইকেট হারিয়ে ১২৮ রান করে রংপুর।