ঘরের মাঠে টস হেরে ব্যাটিংয়ে সিলেট
ঢাকা পর্বে নিজেদের প্রথম ম্যাচে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল সিলেট স্ট্রাইকার্সকে। সেই হতাশাকে পেছনে ফেলে নিজেদের হোম ভেন্যুতে আজ নতুন শুরু করেছে সিলেট।
চায়ের শহরে বিপিএলের প্রথম ম্যাচে আজ সোমবার (৬ জানুয়ারি) মুখোমুখি হয়েছে স্বাগতিক দল সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটিতে আগে টসে জিতেছে রংপুর। টস জিতে সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে রাইডার্সরা।
সিলেট পর্ব শুরুর আগে টেবিলের শীর্ষে আছে রংপুর। টানা তিন ম্যাচের সবগুলো জিতে ৬ পয়েন্ট পেয়েছে তারা। শীর্ষে থেকে তারা আজ মুখোমুখি হবে সিলেটের। যারা এখনও পয়েন্টের খাতাই খুলতে পারেনি। প্রথম ম্যাচ খেলে সেটিতে হেরে তাদের অবস্থান তলানিতে। সুতরাং আজ প্রথম ম্যাচেই লড়াইটা হবে টেবিল টপার ও টেবিলের সবার নিচে থাকা দুদলের।
আজ দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশাল। সমান দুই পয়েন্ট নিয়ে মুখোমুখি হবে ফরচুন বরিশাল রাজশাহী। তাদের দুদলেরই লক্ষ্যই এগিয়ে যাওয়ার।
ঢাকায় একদিনের বিরতিতে চার দিনে ম্যাচ হয়েছে ৮টি। যেখানে সবমিলিয়ে ২৬৪৮ রান হয়ে । ম্যাচ প্রতি রানের গড় ৩৩১। এর আগের দুই বিপিএল থেকে রানের হিসেবে এবারের বিপিএল বেশ এগিয়ে। এবার সিলেটেও সেই রান উৎসব দেখা যায় কিনা সেটাই দেখার অপেক্ষা।