বিপিএলের পয়েন্ট টেবিলে কে কোথায়?
সিলেটে চলছে বিপিএলের একাদশ আসর। ২০২৪ এর ৩০ ডিসেম্বর ঢাকায় শুরু হয়েছে এবারের বিপিএল। ঢাকায় প্রথম পর্ব শেষ করে এখন চলছে সিলেট পর্ব। আজ বুধবার (৮ জানুয়ারি) কোনো ম্যাচ নেই। বিশ্রামে ক্রিকেটাররা। গ্রুপ পর্বের মোট ১২টি ম্যাচ শেষ হয়েছে।
১২ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রংপুর রাইডার্স। পাঁচ ম্যাচের প্রতিটি জিতে ১০ পয়েন্ট নিয়ে রীতিমতো উড়ছে নুরুল হাসান সোহান-শেখ মেহেদিরা। ডিসেম্বরে গ্লোবাল টি-টোয়েন্টির শিরোপা জিতে রংপুরের বেড়েছে আত্মবিশ্বাস।
বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আছে তালিকার দ্বিতীয় স্থানে। চার ম্যাচ খেলে তিনটিতে জিতেছে তারা। ছয় পয়েন্ট নিয়ে রংপুরের পরেই তাদের অবস্থান। তিনে থাকা খুলনা টাইগার্সন দুই ম্যাচ খেলে দুটিতেই জিতেছে। তাদের পয়েন্ট চার। দুই ম্যাচে খেলে একটিতে জয় পেয়েছে চিটাগং কিংস। দুর্বার রাজশাহীর জয়ও একটি, তবে তারা খেলেছে চার ম্যাচ।
শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস আসর শুরুর আগে বেশ আলোড়ন তুললেও মাঠের খেলায় কোনো উন্নতি নেই। চার ম্যাচের সবকটিতে হারের তিক্ততা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ঢাকাকে। অন্যদিকে, সিলেট স্ট্রাইকার্সের অবস্থাও শোচনীয়। পয়েন্ট টেবিলে সবার শেষে থাকা দলটি তিন ম্যাচ খেললেও পায়নি জয়ের দেখা।