এবার জার্সিতে পাকিস্তানের নাম লেখা নিয়ে ভারতের আপত্তি
ক্রিকেট রাজনীতিতে ভারত-পাকিস্তানের বৈরিতা দিন দিন বেড়েই চলেছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে সেটি যেন আরও বেশি প্রসারিত হলো। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। ভারত আপত্তি তুলল, তারা পাকিস্তানে খেলতে যাবে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিদ্ধান্তের বিরোধিতা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
নানা শর্তে দুদলকে আপসের টেবিলের বসিয়ে রাজি করিয়েছে আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফি হবে হাইব্রিড মডেলে। ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। এক জটিলতা না কাটতেই হাজির আরেক জটিলতা। বিসিসিআই নতুন করে আপত্তি জানিয়েছে, নিজেদের জার্সিতে পাকিস্তানের নাম লেখবে না তারা!
আইসিসির নিয়ম অনুযায়ী, যে কোনো টুর্নামেন্টের স্বাগতিক দেশের নাম প্রতিটি দলের জার্সিতে রাখা বাধ্যতামূলক। জার্সির ডান দিকে টুর্নামেন্টের লোগো, স্বাগতিক দেশের নাম ও টুর্নামেন্টের সাল রাখতে হয়। হাইব্রিড মডেলে হলেও আয়োজক হিসেবে পাকিস্তানের নামই থাকবে। সেই হিসেবে, সব দলের জার্সিতে তাদের নাম রাখতে হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদন অনুসারে বিসিসিআই জানিয়েছে, টিম ইন্ডিয়ার জার্সিতে তারা পাকিস্তানের নাম দেবে না। এতে চটেছে পিসিবি। নাম প্রকাশে অনিচ্ছুক পিসিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তার মতে, এটি অতিরিক্ত বাড়াবাড়ি। ক্রিকেটে রাজনীতি নিয়ে আসা খেলাটির জন্য ভালো বার্তা দেয় না।
পিসিবির ওই কর্মকর্তা বলেন, ‘ক্রিকেটে রাজনীতি নিয়ে এসেছে বিসিসিআই। খেলাটির জন্য এটি ভালো নয়। তারা প্রথমে পাকিস্তানে আসতে অস্বীকৃতি জানাল। উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়ককেও পাঠাতে চায় না। আর এখন আয়োজক দেশের নাম জার্সিতে ছাপাতে চাচ্ছে না। আমরা বিশ্বাস করি, আইসিসি এটি হতে দেবে না।’