ধোনির মেন্টর হওয়ার প্রস্তাবে সাবেক ক্রিকেটারের খোঁচা–আগে তো ফোন ধরুক

ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের হয়ে সাদা বলের ক্রিকেটের দুই সংস্করণেই বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গুঞ্জন রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ধোনিকে জাতীয় দলের মেন্টর হওয়ার প্রস্তাব দিয়েছে। এরপরই বিষয়টি নিয়ে খোঁচা দিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি।
এই প্রস্তাব নিয়ে মনোজ তিওয়ারি মজার ছলে বলেন, ‘তিনি ফোন ধরেছেন কি?’
এর আগে ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন ধোনি। বিরাট কোহলির নেতৃত্বে সেবার ভারত দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যায় তারা। পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে ভারতের প্রথম হার ছিল সেটি।
মনোজ তিওয়ারি সংবাদ সংস্থা ‘এএনআই’-কে বলেন, ‘ধোনির সঙ্গে ফোনে যোগাযোগ করা খুবই কঠিন। অনেক খেলোয়াড়ই এটা বলেছে যে, ওর কাছ থেকে মেসেজের উত্তর পাওয়াও বেশ বিরল। মেসেজ পড়বে কি না, সেটাও আমরা জানি না।’
বর্তমানে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন গৌতম গম্ভীর। ধোনির সঙ্গে গম্ভীরের সম্পর্ক নিয়ে প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হতে দেখা যায়। এই প্রসঙ্গে তিওয়ারি জানিয়েছেন, ধোনি যদি মেন্টর হন, তাহলে গম্ভীর-ধোনির একসঙ্গে দায়িত্ব পালন করাটা দেখার মতো হবে।
তিওয়ারি বলেন, ‘প্রথম বিষয়টাই হলো—তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন কি না। তার প্রভাব কী হতে পারে, তা আগে থেকে বলা আমার পক্ষে খুবই কঠিন। তবে একজন অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে তার অভিজ্ঞতা নিঃসন্দেহে অনেক কার্যকর হবে। কারণ আজকের উদীয়মান খেলোয়াড় এবং ভারতীয় দলের তরুণ তারকারা তাকে প্রচণ্ড শ্রদ্ধা করে।’

২০১১ বিশ্বকাপ ফাইনাল ওয়াংখেড়েতে গম্ভীর ও ধোনির চতুর্থ উইকেটের পার্টনারশিপ ভারতের বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখে। গম্ভীর সেদিন ৯৭ রানে আউট হলেও ধোনি ৯১ রানে অপরাজিত থাকেন। তবে এরপর গম্ভীর বহুবার প্রকাশ্যে বলেছেন, ধোনির ছক্কার বদলে পুরো দলের অবদানকে সম্মান জানানো উচিত। তাই দুজনের পারস্পরিক বোঝাপড়া এবার কতটা কার্যকর হয় সেটিই এখন দেখার বিষয়।