ক্ষুদে ভক্তের সঙ্গে লিটনের হৃদয়ছোঁয়া মুহূর্ত
যদি তোমার পাশে কেউই না থাকে, একমাত্র ভক্ত হিসেবে আমি তোমার পাশে থাকব—প্ল্যাকার্ডে এভাবেই ক্রিকেটার লিটন দাসের প্রতি নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ করেন এক ক্ষুদে ভক্ত। এমন দৃশ্যের দেখা মেলে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা-সিলেট ম্যাচে। ওই ম্যাচে দারুণ এক ইনিংস খেলে দলের জয়ে ভূমিকা রেখেছিলেন লিটন।
ভক্তের এমন ভালোবাসা স্পর্শ করে লিটনকেও। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবি পোস্টের পর এবার সেই ভক্তের সঙ্গে এবার দেখা করলেন এই তারকা ক্রিকেটার। সেই আরুয়ার সঙ্গে সময়ও কাটিয়েছেন লিটন। তেমন একটি ভিডিও প্রকাশ করেছে ঢাকা ক্যাপিটালস।
সেখানে আরুয়া ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ছোট্ট এই শিশুর সমর্থন তার জীবনের সেরা প্রাপ্তি বলে জানলেন লিটন, ‘এই ভালোবাসা আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। কঠিন সময় পার করছিলাম, তখন এই ছোট্ট মেয়েটার সমর্থন আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। ক্রিকেট শুধু খেলা নয়, এটি ভালোবাসার, প্রেরণার এবং সংযোগের গল্প।’
লিটনের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে আরুয়ার মা বলেন, ‘আমার মেয়ে লিটনের বড় ভক্ত। তার পোস্ট দেখে আমরা আবেগাপ্লুত হয়েছিলাম। আজ লিটনের সঙ্গে দেখা করা আমাদের জন্য জীবনের স্মরণীয় দিন হয়ে থাকবে।’
এর আগে, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই ক্ষুদে ভক্তের ছবি পোস্ট করে লিটন বলেন, ‘ক্রিকেটে কতটা অর্জন করেছি জানি না, তবে এই প্ল্যাকার্ড আমাকে বড় আত্মবিশ্বাস জুগিয়েছে। পরিবার ছাড়াও আমার এমন একজন ভক্ত আছে জানতে পারার অনুভূতিটা অবিশ্বাস্য। আনাইরা, দেখো তুমি প্রতিযোগী পেয়েছ।’
উল্লেখ্য, বিপিএলের চলতি আসরে প্রথম কয়েক ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে না পারায় লিটনকে নিয়ে কম সমালোচনা হয়নি। গ্যালারি থেকে লিটনকে উদ্দেশ্য করে দুয়োধ্বনি দিতেও শোনা যায়। এমন কঠিন সময়ে লিটনের পাশে দাঁড়িয়েছেন বেশিরভাগ ক্রিকেটপ্রেমীরা। সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি মাঠেও লিটনকে অনুপ্রাণিত করার চেষ্টা করছেন তারা।