ঢাকার বিপক্ষে মাঝারি সংগ্রহ চিটাগংয়ের
শেষের পথে বিপিএলের রাউন্ড রবিন লিগের লড়াই। প্লে-অফের দৌড়ে থাকা দলগুলো জয় পেতে মরিয়া। তাদেরই একটি চিটাগং কিংস। পয়েন্ট টেবিলের তিনে থাকা চিটাগং ঘরের মাঠে শেষ ম্যাচে ঢাকাকে আতিথ্য দিচ্ছে। ষষ্ঠ জয়ের খোঁজে থাকা চিটাগং ঢাকাকে ছুঁড়ে দিল মাঝারি লক্ষ্য।
আজ বুধবার (২২ জানুয়ারি) টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৪৮ রান তোলে চিটাগং। ব্যাট হাতে সর্বোচ্চ ৪৪ রান করেন নাঈম ইসলাম। চিটাগংয়ের হয়ে বল হাতে ২টি করে উইকেট নেন মোসাদ্দেক হোসেন ও নাজমুল ইসলাম।
ব্যাট হাতে শুরুটা দারুণ হয় চিটাগংয়ের। দুই ওপেনার নাঈম ইসলাম ও জুবাইদ আকবরী মিলে গড়েন ৪০ রানের উদ্বোধনী জুটি। ১৯ বলে ২৩ রান আসে তার ব্যাট থেকে। এই আফগান ব্যাটারের বিদায়ের পর গ্রাহাম ক্লার্ককে নিয়ে ফের জুটি গড়েন নাঈম। এই জুটিতে যোগ হয় আরও ৪৯ রান।
দলীয় ৮৯ রানের মাথায় ফেরেন ক্লার্ক। ১৯ বলে ১৮ রান আসে ক্লার্কের ব্যাট থেকে। অবশ্য ক্লার্ক ফিরলেও পরের ব্যাটারদের নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন নাঈম। ফিফটির সম্ভাবনা জাগিয়েও তা পূরণ করতে পারেননি নাঈম। ফেরেন ৪০ বলে ৪৪ রানের ইনিংস খেলে। এরপর দ্রুতই হুসেইন তালাতে উইকেট হারায় স্বাগতিকরা।
তবে, শামীম পাটোয়ারি ও হায়দার আলীর ব্যাটে চাপ সামলে এগিয়ে যায় চিটাগং। এই দুইজনের ব্যাটে লড়াকু সংগ্রহের স্বপ্ন দেখে দলটি। যদিও তারা বিদায় নিলে ফের বিপর্যয়ে পড়ে দলটি। শেষদিকে মিথুন চেষ্টা করলেও বড় সংগ্রহ দাঁড় করাতে পারেননি। প্লে-অফের দৌড়ে থাকা দলটি থামে দলীয় ১৪৮ রানে।